নজিরবিহীন ঘটনা! গুজরাতের (Gujrat) ভদোদরার সায়াজিবাগ চিড়িয়াখানার ১৪৫ বছরের ইতিহাসে প্রথম সাপের কামড়ে কোনও সিংহীর মৃত্যু হল। সূত্রের খবর, গত সোমবার খোলা খাঁচাতে বিশ্রাম নিচ্ছিল সিংহী ‘সমৃদ্ধি’। হঠাৎ সেখানে ঢুকে পড়ে একটি কোবরা। আত্মরক্ষার চেষ্টা চালিয়ে যায় সমৃদ্ধি। এরপরেই দুজনের মরণপণ লড়াই শুরু হয়। গোটা জঙ্গল তটস্থ হয়ে যায় এই ঘটনায়। অবশেষে ছয় বছরের সিংহী ‘সমৃদ্ধি’ হার মানতে বাধ্য হয়। প্রাণ বাঁচাতে একের পর এক অ্যান্টিভেনম দেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
আরও পড়ুন-জম্মুতে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল স্কুল বাস, গুরুতর আহত ৩৫
সায়াজিবাগ চিড়িয়াখানার কিউরেটর এই বিষয়ে জানিয়েছেন সমৃদ্ধি এদিন রীতিমত আক্রমণাত্মক মেজাজে ছিল। কোবরাটাকে একাধিকবার আক্রমণ করছিল। পাল্টা হামলা করে সাপটাও। কয়েক মিনিট লড়াই চলার পর নিরাপত্তারক্ষীরা বিষয়টা দেখতে পান। খবর দেন চিড়িয়াখানা কর্তৃপক্ষকে। ততক্ষণে সমৃদ্ধিকে বেশ কয়েকবার কামড় দিয়ে দিয়েছে সাপটি। বন বনদফতরের কর্মীদের খবর দেওয়া হলে তাঁরা এসে কোবরাটিকে ধরে নিয়ে যায়। সিংহীর চিকিৎসা শুরু করা হয় দ্রুত কিন্তু বিষের প্রভাবে তাঁর সারা শরীর ফুলে গিয়েছিল। পাঁচ দিনে অ্যান্টিভেনামের ১০টি ডোজ দেওয়া হয় সমৃদ্ধিকে। প্রাথমিকভাবে চিকিৎসায় সাড়া দিলেও শুক্রবার সন্ধ্যায় হঠাৎ খিঁচুনি উঠে মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন-ম্যারাথনে দুপুর পর্যন্ত একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ কলকাতা পুলিশের
প্রসঙ্গত, সমৃদ্ধি আগেও সাপ মেরেছিল। মাস পাঁচেক আগে তার খাঁচায় একটি নির্বিষ সাপ ঢুকে পড়লে তার সাথেও লড়াই হয় সমৃদ্ধির। সাপটিকে মেরেও ফেলে সে। কিন্তু এইবার নিজের প্রাণ বাঁচাতে পারলো না। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে সমৃদ্ধির খাঁচা খোলাই বা ছিল কেন? তাছাড়া সাপটি বেরোলো কিভাবে? আর এতকিছু হয়ে গেল নিরাপত্তাকর্মীরা কিছুই জানতে পারল না! পশুপ্রেমীদের তরফে ইতিমধ্যেই উঠছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ।
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…