হাসপাতালে লিকুইড অক্সিজেন প্ল্যান্ট

এমজেএন মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে লিকুইড অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন হল। ৪৩ লক্ষ টাকা ব্যায়ে তৈরি হয়েছে এই অক্সিজেন প্ল্যান্ট

Must read

সংবাদদাতা, কোচবিহার : এমজেএন মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে লিকুইড অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন হল। ৪৩ লক্ষ টাকা ব্যায়ে তৈরি হয়েছে এই অক্সিজেন প্ল্যান্ট। সোমবার এই অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেন জেলাশাসক পবন কাদিয়ান। ছিলেন, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গের বিশেষ দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুশান্ত রায়, মেডিক্যাল কলেজের সুপার ডাঃ রাজীব প্রসাদ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় প্রমুখ।

আরও পড়ুন-ভবানীপুরে ফ্ল্যাটে দম্পতির দেহ উদ্ধার

মেডিক্যাল কলেজের সুপার রাজীব প্রসাদ বলেন, “রোগীদের বেডে অক্সিজেন সরবরাহের জন্য এই নতুন প্ল্যান্টটি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের মুমূর্ষু রোগীদের সুবিধার্থে আজ উদ্বোধন করা হল।” এই প্রকল্পে ১৩ হাজার লিটার অক্সিজেন মজুত রাখা যাবে। মেশিনের মাধ্যমে সেই লিকুইড গ্যাস অক্সিজেনে পরিণত হয়ে পাইপের মাধ্যমে রোগীদের কাছে পৌঁছে যাবে।

Latest article