আস্তানা, ১ মে : বিশ্ব দাবায় ম্যাগনাস কার্লসেনের ১০ বছরের সাম্রাজ্য শেষ! চিনের প্রথম পুরুষ দাবাড়ু হিসেবে বিশ্বসেরা হয়ে ইতিহাস ডিং লিরেনের। কাজখস্তানের ইয়ান নেপোমনিয়াচিককে র্যাপিড প্লে টাইব্রেকারে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলেন লিরেন।
আরও পড়ুন-যশস্বীর ব্যাটে পাওয়ার দেখে অবাক হন রোহিত
এর আগে টানা দশটা বছর বিশ্বসেরার খেতাব ধরে রেখেছিলেন কার্লসেন। তবে তিনি এবার আর প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী ছিলেন না। লিরেন এবং ইয়ানের মধ্যে চ্যাম্পিয়নশিপ ম্যাচের আসর বসেছিল কাজাখস্তানের অস্তানাতে। দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে মোট ১৪টি করে রাউন্ড হয়। দু’জনেই তাতে তিনটে করে জিতেছিলেন। বাকি আটটি ড্র হয়েছিল। ফলে কে বিশ্বসেরা হবেন, তার নিষ্পত্তি হয় টাইব্রেকারে। আর তাতে বাজিমাত করেন লিরেন। প্রসঙ্গত, দাবার টি-২০ হিসেবে পরিচিক র্যাপিড রাউন্ড। এখানে ২৫ মিনিটের মধ্যেই দাবাড়ুকে সবক’টি চাল দিতে হয়।
আরও পড়ুন-ভিডিয়ো বার্তা দিয়ে আত্মহত্যা করলেন জনপ্রিয় কোরিওগ্রাফার চৈতন্য
প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য ছিল ২০ লক্ষ ইউরো। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৮ কোটি টাকা। ১৪ রাউন্ডের মধ্যে চ্যাম্পিয়নশিপের নিষ্পত্তি হলে জয়ী দাবাড়ু ৬০ শতাংশ এবং পরাজিত ৪০ শতাংশ অর্থ পেতেন। তবে টাইব্রেকারে নিষ্পত্তি হওয়ায় পুরস্কার মূল্য ভাগ হবে ৫৫-৪৫ শতাংশের হারে।