আমেরিকায় ভারতীয় আশ্রয়প্রার্থীদের মধ্যে কারা কত?

তবে, ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে হিন্দি ভাষাভাষী অবৈধ অভিবাসীদের সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Must read

প্রতিবেদন: বর্তমান অভিবাসন বিতর্কের মধ্যে মার্কিন মুলুকে পাড়ি দেওয়া ভারতীয়দের নিয়ে জোর চর্চা চলছে। এই আবহে দেখা যাচ্ছে, ২০০১ থেকে ২০২২ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া ভারতীয় অবৈধ অভিবাসীদের মধ্যে ৬৬ শতাংশই ছিল পাঞ্জাবি ভাষাভাষী আশ্রয়প্রার্থী। তবে সাম্প্রতিক বছরগুলিতে আবার হিন্দি ভাষাভাষী অবৈধ ভারতীয়দের সংখ্যা তাদের ছাড়িয়ে গিয়েছে। আমেরিকার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক এই সংক্রান্ত রিপোর্ট পেশ করেছেন।

আরও পড়ুন-ট্রাম্পের ভোলবদলে অসন্তুষ্ট জেলেনস্কি, সংশয়ে ইউরোপও

তাঁদের বিশ্লেষণ অনুযায়ী, ২০০১ থেকে ২০২২ সালের মধ্যে ভারতীয় নাগরিকদের করা মোট আশ্রয় সংক্রান্ত আবেদনের প্রায় ৬৬ শতাংশ এসেছিল পাঞ্জাবি ভাষাভাষীদের কাছ থেকে। ওই সময়ে হিন্দি ভাষাভাষীদের অংশ ছিল মাত্র ১৪ শতাংশ। তবে, ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে হিন্দি ভাষাভাষী অবৈধ অভিবাসীদের সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রানজ্যাকশনাল রেকর্ডস অ্যাক্সেস ক্লিয়ারিং হাউস-এর মাধ্যমে প্রাপ্ত আদালতের নথি অনুযায়ী, পাঞ্জাবি ভাষাভাষী ব্যক্তিরা ২০ বছরেরও বেশি সময় ধরে ভারতীয় আশ্রয়প্রার্থীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ছিলেন। জনস হপকিন্সের গবেষণাটি ফেব্রুয়ারিতে প্রকাশিত হয় এবং এটি যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের নিজেদের দেশে ফেরত পাঠানোর ঘটনার সঙ্গে মিলে গিয়েছে। গত ৫ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র থেকে এখনও পর্যন্ত তিন পর্যায়ে কয়েকশো অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। হাতকড়া ও শেকল পরিয়ে অবৈধ ভারতীয় অভিবাসীদের মার্কিন মুলুক থেকে কার্যত ঘাড়ধাক্কা দিয়ে ফেরানোর ঘটনা বুঝিয়ে দিচ্ছে দীর্ঘ কয়েক দশক ধরে এই সংক্রান্ত সমস্যা বেড়ে চলেছে। পিউ রিসার্চ সেন্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে আনুমানিক ৬,৭৫,০০০ ভারতীয় অবৈধ অভিবাসী রয়েছেন। যুক্তরাষ্ট্রে মোট ভারতীয়র সংখ্যা ৫.১ মিলিয়ন। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার তথ্য অনুযায়ী, ভারতীয়দের আশ্রয় আবেদন ২০২০ সালে ৬,০০০ থেকে বেড়ে ২০২৩ সালে ৫১,০০০-এ পৌঁছেছে। এটি অভিবাসনের ক্ষেত্রে আটগুণ বৃদ্ধির ইঙ্গিত দেয়। গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্রে ভারতীয় আশ্রয়প্রার্থীদের সংখ্যা ৪৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রথাগতভাবে, ভারতীয় আশ্রয় আবেদনকারীদের মধ্যে হিন্দি ভাষাভাষীরা ১৪ শতাংশ ছিল। তবে টিআরএসি-র তথ্য অনুসারে, ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে এই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে ৩০ শতাংশে পৌঁছেছে। এই পরিবর্তন ইঙ্গিত দেয় যে ভারতীয় অভিবাসীদের মধ্যে এখন হিন্দি ভাষাভাষী অঞ্চল থেকেও অনেক বেশি মানুষ যুক্তরাষ্ট্রে আশ্রয়ের চেষ্টা করছে। অন্যান্য ভাষাভাষী গোষ্ঠীগুলিও পিছিয়ে নেই। ইংরেজি ভাষাভাষীরা মোট আশ্রয় আবেদনের প্রায় ৮ শতাংশ, গুজরাতি ভাষাভাষীরা ৭ শতাংশ। এই ভারতীয় ভাষাভাষী গোষ্ঠীগুলির আশ্রয় আবেদন যুক্তরাষ্ট্রের অন্যান্য ভাষাভাষী গোষ্ঠীর তুলনায় অপেক্ষাকৃত বেশি শোনা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন বিচারকদের রায় অনুসারে, পাঞ্জাবি ভাষাভাষীদের ৬৩ শতাংশ আশ্রয় আবেদন মঞ্জুর হয়েছে, হিন্দি ভাষাভাষীদের ক্ষেত্রে এই হার ৫৮ শতাংশ। কিন্তু গুজরাতি ভাষাভাষীদের মাত্র ২৫ শতাংশ আবেদন অনুমোদন পেয়েছে। এই পার্থক্য প্রশ্ন তোলে যে বিভিন্ন ভাষাগোষ্ঠীকে বর্তমান আশ্রয় প্রক্রিয়ায় সমানভাবে বিবেচনা করা হচ্ছে কি না। গবেষণা অনুসারে, অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা অভিবাসনের একটি প্রধান কারণ। ২০১৯-২০২২ আমেরিকান কমিউনিটি সার্ভে অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসরত সমস্ত ভারতীয়দের মধ্যে যাঁরা ঘরে পাঞ্জাবি ভাষায় কথা বলেন তাঁদের গড় আয় সবচেয়ে কম, প্রায় ৪৮,০০০ মার্কিন ডলার। এর তুলনায় গুজরাতি ভাষাভাষীদের গড় আয় প্রায় ৫৮,০০০ মার্কিন ডলার। এই আয়ের পার্থক্য দেখায় যে পাঞ্জাবের মতো জায়গায় অর্থনৈতিক সংকট মানুষকে ভাল আর্থিক সুযোগের সন্ধানে অভিবাসনে বাধ্য করছে।

Latest article