পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পালটা অপারেশন সিন্দুর (Operation Sindoor) চালিয়েছে ভারত। গত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল ভারতীয় সেনা। অপারেশন সিন্দুর অভিযান এখনও চলেছে। অপারেশন সিন্দুর-এ শতাধিক জঙ্গিকে খতম করা হয়েছে, একথা আগে জানিয়েছিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শনিবার নিকেশ কয়েকজন শীর্ষ স্থানীয় জঙ্গির নাম প্রকাশ করল দিল্লি।
তালিকায় নাম রয়েছে আবু জিন্দাল, মহম্মদ জামিল, ইউসুফ আজহার, আবু আকশা এবং মহম্মদ হাসান খানের। ইউসুফ আজহার কান্দাহার কাণ্ডের অন্যতম চক্রী। মাসুদ আজহারের ভগ্নিপতি হল মহম্মদ জামিল। সে জইশের প্রথম সারির নেতা ছিল। মুরদিকে জঙ্গি ক্যাম্পে ভারতীয় অভিযানে নিকেশ হয়েছে এই পাঁচ প্রথম সারির জঙ্গি। এই সব জঙ্গিদের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য করেছিল পাকিস্তান সরকার।
আরও পড়ুন- ডবল ইঞ্জিনের সরকারের বিহারে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে দুষ্কৃতীদের গুলিতে খুন পড়ুয়া!
এখনও চলছে অপারেশন সিন্দুর (Operation Sindoor)। ভারত-পাকিস্তান উত্তেজনা আরও বাড়িয়ে সীমান্তে সেনা জড়ো করছে পাকিস্তান। আজ দিল্লিতে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন কর্নেল সোফিয়া কুরেশি। ভারতীয় বাহিনী যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।