প্রতিবেদন : রাজ্যের কারা দফতর প্রথমে প্রেসিডেন্সি ও মেদিনীপুর জেলা সংশোধনগারে পাইলট প্রোজেক্ট চালু করার পর এবার রাজ্যের ১৮টি সংশোধনগারকে নিরক্ষর বন্দিদের পঠনপাঠনের জন্য চিহ্নিত করে শুরু করতে চলেছে সাক্ষরতার পাঠদান। এর মধ্যে রয়েছে ঝাড়গ্রাম বিশেষ সংশোধনাগার। এখানে থাকা ৭০ জন নিরক্ষর বন্দির জন্য কার্যত জেলেই চলবে সাক্ষরতা অভিযান। সোমবার থেকে ক্লাস শুরু হবে জেলের সেলের ভিতরে। ইতিমধ্যে এসে গিয়েছে বইপত্র। নিয়োগ করা হয়েছে চারজন শিক্ষকও।
আরও পড়ুন-১৬ ঘণ্টা পর খোলামুখ খনি থেকে উদ্ধার দেহ
হাতেখড়ি হবে বর্ণমালার পাঠ দিয়ে। এরপর ধাপে ধাপে বাক্য গঠন, যুক্তবর্ণ ছাড়াও যোগ-বিয়োগ, গুণ-ভাগ শেখাবেন শিক্ষকরা। সপ্তাহে তিনদিন ক্লাস হবে সকাল ৮টা থেকে। বন্দি পড়ুয়াদের তার আগেই বইখাতা নিয়ে ক্লাসে হাজির হতে হবে। ক্লাসের সময় কেউই ইচ্ছেমতো বাইরে যেতে পারবে না। প্রসঙ্গত, গত কয়েক দশকে প্রথাগত জেলের ধারণা পাল্টে জেলকে এখন বলা হয় সংশোধনগার। জেলের বন্দিদের নিয়ে খেলাধুলো, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তার সঙ্গেই চলবে নিরক্ষর বন্দিদের সাক্ষরতার পাঠ দেওয়া। বন্দিদের স্বার্থেই এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। গ্রেফতারের পর বন্দিদের নিয়মিত কোর্টে যেতে হয়। ওকালতনামায় সই করতে হয়। জামিন পেতে স্বাক্ষরের দরকার হয়। জেলে সমস্যা হলে ‘প্রিজনার্স পিটিশন’ লিখতে হয়। কিন্তু নিরক্ষর বন্দিরা স্বাক্ষর করতে না পেরে সমস্যায় পড়ে। তাদের এই সমস্যা থেকে মুক্তি দিতেই এভাবে শিক্ষাদানের উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যজুড়ে। সংশোধনাগারে এই কাজ করার দায়িত্বে রোটারি ইন্ডিয়া লিটারেসি মিশন।
আরও পড়ুন-স্পেশাল উইন্ডো মাধ্যমিক পরীক্ষার্থীদের
উল্লেখ্য যে, ঝাড়গ্রাম বিশেষ সংশোধনাগারে ৭০ জন বন্দি পড়ুয়ার মধ্যে পঞ্চাশজনই খুনের অভিযুক্ত। বাকিরা অভিযুক্ত বধূ নির্যাতন ইত্যাদি ঘটনায়। ফলে এদের পাঠদান খুব সহজ হবে না বলেই মনে করা হচ্ছে। তবে সংশোধনাগারের আধিকারিক ও শিক্ষকরা হাল ছাড়তে নারাজ। কারণ বেশিরভাগ বন্দির পড়াশোনা নিয়ে আগ্রহ আছে। এক্ষেত্রে যাতে কোনও ব্যাঘাত না হয়, সেজন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়ে জেলের সুপার রাজেশকুমার মণ্ডল বলেন, সোমবার থেকে এই সংশোধনগারে পঠনপাঠন শুরু করবে প্রায় ৭০ জন পড়ুয়া। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।