জমে উঠেছে সাহিত্য উৎসব

রবীন্দ্রসদনে মঙ্গলবার নিজের সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে কীভাবে গল্পের সৃষ্টি হয়েছে সে কথাই বললেন রাজনীতিবিদ-সাহিত্যিক-সাংবাদিক কুণাল ঘোষ।

Must read

প্রতিবেদন: লিটল ম্যাগাজিন মেলায় গল্পের জন্মকথা। রবীন্দ্রসদনে মঙ্গলবার নিজের সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে কীভাবে গল্পের সৃষ্টি হয়েছে সে কথাই বললেন রাজনীতিবিদ-সাহিত্যিক-সাংবাদিক কুণাল ঘোষ। তাঁর কথায় উঠে আসে সাংবাদিকতার নানান দিক। যেমন খবর সংগ্রহ করতে গিয়ে দেখা যায়, অনেক খবর রয়ে যায় অফ দ্য স্ক্রিনে। যেগুলো সংবাদমাধ্যমে প্রকাশ করা যায় না। কিন্তু সেগুলোকে নিয়ে গল্প লিখলে তা পড়ে ঋদ্ধ হয় মানুষের মন।

আরও পড়ুন-ইসরোর প্রশিক্ষণ শিবিরে সুযোগ মেমারির ২ পড়ুয়ার

এদিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রবুদ্ধ মিত্র। উপস্থিত ছিলেন লেখক প্রচেত গুপ্ত, কবি সুবোধ সরকার, সাহিত্যিক অমর মিত্র, প্রসূন ভৌমিক, দেজ পাবলিশিংয়ের অন্যতম কর্ণধার শুভঙ্কর দে–সহ আরও বিশিষ্টরা। কুণাল ঘোষ বলেন, লিটল ম্যাগাজিন মানেই কৈশোরে ফিরে যাওয়া। বহু জায়গায় বহু মানুষের সঙ্গে দেখা হয়। অনেককিছু জানা হয়। খবরটা লেখা হয়। কিন্তু অনেক চরিত্র দেখা যায়, যেগুলো গল্প, উপন‌্যাসের চরিত্র তুলে ধরে। তাঁর কথায়, আমরা যেটা দেখছি, সেটার খবরটুকু লিখছি। জীবনের অন‌্য গল্প রয়েছে। সেটা সেদিনকার খবরে থাকছে না। লেখা সম্ভব নয়। সেটা গল্প হয়ে রয়ে যায়।

Latest article