সাহিত্যের উৎসব

উৎসবের মরশুমে প্রকাশিত হয়েছে কয়েকটি উল্লেখযোগ্য পত্রিকার শারদীয়া সংখ্যা, বার্ষিকী। নানা বিষয়ের গদ্য রচনার পাশাপাশি আছে কবিতা, ছড়া। মেলবন্ধন ঘটেছে প্রবীণ এবং নবীন লেখকদের। আলোকপাত করলেন অংশুমান চক্রবর্তী

Must read

অর্যমা
একটি পরিচ্ছন্ন সাহিত্য পত্রিকা ‘অর্যমা’। শারদ সংখ্যা প্রকাশিত হয়েছে রঞ্জনা রায়ের সম্পাদনায়। সম্পাদকীয়তে তিনি যথার্থই লিখেছেন, ‘যুদ্ধমুখর, সন্ত্রাসবিদ্ধ, ধর্মদ্বেষে ক্ষতবিক্ষত বর্তমান পৃথিবী যেন ক্রমশ নিরাশার অন্ধকারে পথ হারাচ্ছে। এই গভীর অসুখের সময় জ্বালাতে হয় ভালবাসার শুভ আলো।’ সেই শুভ আলো উৎসব। সেই শুভ আলো সাহিত্য। বেঁধে বেঁধে থাকা। এই সংখ্যায় আছে নানা বিষয়ের লেখা। কবিতা বিভাগে সুবোধ সরকারের ‘বিশ্ব কবিতা দিবস’, মৃদুল দাশগুপ্তর ‘একটি কবিতা’, তপন বন্দ্যোপাধ্যায়ের ‘একজন নিঃস্বের জবানবন্দি’ বিশেষভাবে রেখাপাত করে। এছাড়াও মনে রাখার মতো কবিতা উপহার দিয়েছেন নলিনী বেরা, বিভাস রায়চৌধুরী, শিবাশিস মুখোপাধ্যায়, গৌরশংকর বন্দ্যোপাধ্যায়, অধীরকৃষ্ণ মণ্ডল, প্রদীপ আচার্য, অর্ণব সাহা, মধুসূদন দরিপা, কেতকীপ্রসাদ রায়, অমিত কাশ্যপ, সাতকর্ণী ঘোষ, ফটিক চৌধুরী, সুস্মেলী দত্ত, রিনা গিরি, পারমিতা মুন্সি, জুলি লাহিড়ী, হৈমন্তী বন্দ্যোপাধ্যায় প্রমুখ। আছে দুটি চমৎকার অণুগল্প। লিখেছেন চুমকি চট্টোপাধ্যায় এবং নবনীতা বসু হক। এছাড়াও আছে ইংরেজি কবিতা, অনুবাদ কবিতা, প্রবন্ধ। সবমিলিয়ে আন্তরিক আয়োজন। প্রচ্ছদশিল্পী বৃষ্টি। দাম ১৬৫ টাকা।
Du-কলম
দিল্লি থেকে প্রকাশিত হয় ‘Du-কলম’ পত্রিকা। কলকাতার সঙ্গেও রয়েছে নিবিড় যোগ। গল্পসম্ভার নিয়ে প্রকাশ পেয়েছে শারদ সংখ্যা। সুদেষ্ণা মিত্রর সম্পাদনায়। কয়েকটি পর্বে ভাগ করা হয়েছে পাঁচমিশালি গল্পগুলো। ভালবাসার ইতিকথায় মন ছুঁয়ে গেছে অনন্তকৃষ্ণ দে-র ‘অপেক্ষা’, ইন্দ্রাণী ঘোষ চন্দ্রের ‘বুচুর জগৎ’, নন্দিতা সাহার ‘তফাৎ’ মেরী খাতুনের ‘আন্ডার গ্রাজুয়েট’। সমাজ সংসারে পর্বে অলোক মুখোপাধ্যায়ের ‘আপনি থাকছেন স্যার’, দেবলীনা দাসের ‘বৃত্ত’, বন্দনা সিনহার ‘বড় দিন’ সুলিখিত। অশরীরী শিহরনে বিভাগে অমিতাভ গুপ্ত, কালীপদ চক্রবর্তী, প্রদীপ দালাল, পিয়ালী ঘোষ, ভাস্বতী মাইতি এবং রঙ্গ রসিকতা বিভাগে অরূপ গঙ্গোপাধ্যায়ের গল্প আলাদা উচ্চতায় পৌঁছেছে। এছাড়াও আছে সূত্রের সন্ধানে, অনুবাদের আলোয়, অল্পস্বল্প, পরিবেশ পরিজন, পৌরাণিক, বই কথা প্রভৃতি বিভাগ। বাংলার পাশাপাশি আছে বেশকিছু ইংরেজি লেখাও। সবমিলিয়ে জমজমাট একটি সংখ্যা। প্রচ্ছদশিল্পী মহুয়া বোস। দাম ৩২৫ টাকা।
ছড়াপত্র সুসাথী
মেদিনীপুর শহর থেকে প্রকাশিত হয় ‘ছড়াপত্র সুসাথী’। প্রদীপ দেব বর্মনের সম্পাদনায় বেরিয়েছে শারদীয়া সংখ্যা। মূলত ছড়ার পত্রিকা। আছে বেশকিছু গদ্য রচনা। রোহিণী ধর্মপালের ‘খারাপ কথা’, ডঃ সন্তোষকুমার ঘোড়ইয়ের ‘জন্মসূত্রে জীবমাত্রেই ইঞ্জিনিয়ার’, বরুণ মণ্ডলের ‘দুই শিশু সাহিত্যিকের দুই বোন’, পীযূষকান্তি সরকরের ‘প্রাচীন ভারতীয় সাহিত্যে বাঙলা শিশু সাহিত্যের উপকরণ’ মনে রাখার মতো রচনা। পাতায় পাতায় ছন্দ-ছড়ার ঢেউ তুলেছেন পবিত্র সরকার, পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, মোহিনীমোহন গঙ্গোপাধ্যায়, শৈলেনকুমার দত্ত, চন্দন নাথ, সুখেন্দু মজুমদার, অপূর্বকুমার কুণ্ডু, হাননান আহসান, সুনির্মল চক্রবর্তী, অশ্রুরঞ্জন চক্রবর্তী, সমর পাল, রূপক চট্টরাজ, আনসার উল হক, রামকিশোর ভট্টাচার্য, মধুসূদন ঘাটী প্রমুখ। আছে একঝাঁক নবীন কবির নানা রঙের ছড়াও। বিশেষভাবে আলোকপাত করা হয়েছে শ্যামাপ্রসাদ ঘোষ, কাজী মুরশিদুল আরেফিন, উৎপলকুমার ধারা, আশিস মুখোপাধ্যায়ের উপর। স্মরণ করা হয়েছে ভবানীপ্রসাদ মজুমদার, তারাপদ মাইতি, বিন্দুবাসিনী মাইতি ও কিশোর বাচিক শিল্পী অনুভব পালের উপর। প্রচ্ছদশিল্পী গৌতম বন্দ্যোপাধ্যায়। দাম ৫০ টাকা।

আরও পড়ুন-দশম বর্ষ, রবিতে রেড রোডে দুর্গাপুজো কার্নিভাল

নয়ন
মেদিনীপুর শহর থেকে ৪১ বছর ধরে প্রকাশিত হচ্ছে ছোটদের শরতের ‘নয়ন’। বিদ্যুৎ পালের সম্পাদনায়। ছড়া-কবিতা-লিমেরিক উপহার দিয়েছেন শ্যামলকান্তি দাশ, রতনতনু ঘাটী, পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, নির্মাল্য মুখোপাধ্যায়, প্রভাত মিশ্র, দীপক কর, দেবাশিস দণ্ড, সুনির্মল চক্রবর্তী, আরণ্যক বসু, তারাশঙ্কর চক্রবর্তী, জগদীশ মণ্ডল, শক্তিপদ পণ্ডিত, অচিন্ত্য বন্দোপাধ্যায়, উদয়শঙ্কর বাগ, বিজিত মন্ডল, সুনীতি মুখোপাধ্যায়, মিন্টু প্রামাণিক, মুকুল মাইতি, শঙ্খশুভ্র পাত্র, প্রবীর জানা, অলোককুমার প্রামাণিক প্রমুখ। গল্প কথার ঢেউ তুলেছেন নরেশ জানা, সেখ মনিরুল ইসলাম, অরিন্দম চক্রবর্তী, অজিতকুমার বেরা, গৌর দত্ত পোদ্দার, মধুপ দে, গোপেশ রায়, সুচন্দ্রনাথ দাস প্রমুখ। এছাড়াও আছে প্রবন্ধ, মহাভারতের কথা, গানে গানে, শৈশবের কথা, খেলা আর খেলা, শব্দ চাতুরী, চুটকির ফোয়ারা প্রভৃতি বিভাগ। বড়দের পাশাপাশি আছে ছোটদের লেখাও। প্রচ্ছদশিল্পী তারক পাইন। দাম ১০ টাকা।
সঞ্চিতা
পুরুলিয়া থেকে প্রকাশিত হয়েছে ছোটদের পূজাবার্ষিকী ‘সঞ্চিতা’। তরুণকুমার সরখেলের সম্পাদনায়। ৩১ বছরের পত্রিকা। হার্ডবোর্ড বাইন্ডিং এবং ল্যামিনেটেড জ্যাকেটে মোড়া সংকলনটি হাতে নেওয়া মাত্রই মন ভাল হয়ে যায়। আছে নানা বিষয়ের লেখা। গল্প উপহার দিয়েছেন সঞ্জীব চট্টোপাধ্যায়, অনন্যা দাশ, তপনকুমার দাস, ব্রততী প্রামাণিক, স্মৃতিকণা মুখোপাধ্যায়, কাকলি দরিপা, পূর্বাশা মণ্ডল, দিলীপকুমার মিস্ত্রি, সুচন্দ্রনাথ দাস, নীতিশ বসু প্রমুখ। প্রতিটি লেখাই ছোটদের মনের মতো। ছড়া-কবিতা-লিমেরিক লিখেছেন পবিত্র সরকার অমিয়কুমার সেনগুপ্ত, অপূর্বকুমার কুণ্ডু, সুখেন্দু মজুমদার, শ্যামাপ্রসাদ ঘোষ, শৈলেনকুমার দত্ত, শীতল চট্টোপাধ্যায়, ত্রিদিব ঘোষ রায়, সুনীতি মুখোপাধ্যায়, শিশির সাঁতরা, অসিত দলপতি, সুব্রত চৌধুরী, শ্যামাচরণ কর্মকার, বিপ্লব গঙ্গোপাধ্যায় প্রমুখ। এছাড়াও আছে সৈয়দ রেজাউল করিম, ডঃ সমুদ্র বসুর নিবন্ধ, ভাস্কর বাগচীর ভ্রমণ। সবমিলিয়ে সংগ্রহে রাখার মতো। প্রচ্ছদশিল্পী নচিকেতা মাহাত। দাম
১২০ টাকা।

Latest article