উৎসবের সাহিত্য

শারদোৎসব উপলক্ষে বিভিন্ন জেলা থেকে প্রকাশিত হয়েছে বেশকিছু পত্রিকার শারদীয়া সংখ্যা। কয়েকটির উপর আলোকপাত করলেন অংশুমান চক্রবর্তী

Must read

ঐতিহ্যবাহী পত্রিকা ‘বসুমতী’। শারদীয়া সংখ্যা প্রকাশিত হয়েছে দেবাশীষ বিশ্বাসের সম্পাদনায়। এই সংখ্যার প্রচ্ছদশিল্পী মমতা বন্দ্যোপাধ্যায়। নানা বিষয়ের নিবন্ধ উপহার দিয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, নির্বেদ রায়, প্রচেত গুপ্ত, আশিস গুহ রায়, সমুদ্র বসু। আছে ছটি উপন্যাস। সন্মাত্রানন্দর ‘মৃতের অতীত ও অতীতের মৃত্যু’, নবকুমার বসুর ‘নিয়তির খেলা’, রূপক সাহার ‘বিত্তসাধনা’, দেবারতি মুখোপাধ্যায়ের ‘রোমথা’, তপন বন্দ্যোপাধ্যায়ের ‘ক্যানভাসে রং নয় রক্ত’, পাপিয়া ভট্টাচার্যর ‘একতারাটি’ পড়তে ভাল লাগে। কবিতা লিখেছেন ইন্দ্রনীল সেন, চিরঞ্জিত চক্রবর্তী, সুবোধ সরকার, কৃষ্ণা বসু, প্রদীপ আচার্য, আশিস মিশ্র, অনীশ ঘোষ প্রমুখ। দীপান্বিতা রায়, বিনতা রায়চৌধুরীর বড়গল্প এবং বীথি চট্টোপাধ্যায়, অর্পিতা সরকার, দেবযানী বসু কুমার প্রমুখের ছোটগল্পগুলো মনোগ্রাহী। এ ছাড়াও আছে মুখোমুখি, বিজ্ঞান চর্চা, শরীরচর্চা, কমিকস, ভ্রমণ, চলচ্চিত্র, রম্যরচনা, চিকিৎসা, পরিবেশ, খেলার জগৎ প্রভৃতি বিভাগ। সবমিলিয়ে আকর্ষণীয় একটি সংখ্যা। দাম ১৫০ টাকা।

আরও পড়ুন-আন্দোলনকারীদের অ্যাকাউন্টে প্রায় ২ কোটি টাকা!

এই সময়ের একটি উল্লেখযোগ্য সাহিত্যপত্র ‘আর্ষ’। প্রকাশিত হয় বাঁকুড়া থেকে। মধুসূদন দরিপার সম্পাদনায়। কাগজে-কলমে ছোট পত্রিকা, তবে আয়োজন ছোট নয়। উৎসব সংখ্যাটি বিষয়বৈচিত্র্যে ভরপুর। প্রবন্ধ উপহার দিয়েছেন পবিত্র সরকার, রামকুমার মুখোপাধ্যায়, নবকুমার বসু, চন্দন সেন, অশোক অধিকারী, তৈমুর খান, শিবানী মুখার্জি পাণ্ডে, শক্তিশঙ্কর সামন্ত প্রমুখ। মেলবন্ধন ঘটেছে প্রবীণ এবং নবীন কথাকারদের। মন ছুঁয়ে যায় ভগীরথ মিশ্র, জয়া মিত্র, তপন বন্দ্যোপাধ্যায়, বিমল লামা, জয়ন্ত দে, তৃষ্ণা বসাক, সিদ্ধার্থ সিংহ, প্রগতি মাইতি, অরণ্যা সরকারের গল্প। কবিতা লিখেছেন অনিতা অগ্নিহোত্রী, যশোধরা রায়চৌধুরী, চৈতালী চট্টোপাধ্যায়, বীথি চট্টোপাধ্যায়, ঈশিতা ভাদুড়ী, হিন্দোল ভট্টাচার্য, সৌমিত বসু, তাপস রায়, অয়ন বন্দ্যোপাধ্যায়, পিনাকী রায়, সুদীপ্ত মাজি, সাতকর্ণী ঘোষ, সুস্মেলী দত্ত, জুলি লাহিড়ী, অলক্তিকা চক্রবর্তী, বনশ্রী রায় দাস প্রমুখ। এছাড়াও আছে প্রবাসের কবিতা, ইংরেজি কবিতা, প্রবাসের গল্প, গ্রন্থ পর্যালোচনা। প্রচ্ছদশিল্পী দয়াময় বন্দ্যোপাধ্যায়। দাম ২৫০ টাকা।

আরও পড়ুন-ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে বাংলায় ২৪ থেকে ২৬ দুর্যোগের সম্ভাবনা

হুগলির চুঁচুড়া থেকে প্রকাশিত হয় ‘শতানীক’। সম্পাদক নিত্যরঞ্জন দেবনাথ। পরম যত্নে সাজিয়েছেন পত্রিকার শারদীয়া সংখ্যাটি। বিভিন্ন বিষয়ের লেখা। শ্যামল ভট্টাচার্য, বিশ্বজিৎ পাণ্ডা, উদয়শঙ্কর চট্টোপাধ্যায়ের প্রবন্ধ, সনৎ দে, অশোক মুখোপাধ্যায়, শুভদীপদের বিশেষ রচনা আলো ছড়িয়েছে। নলিনী বেরার সাক্ষাৎকার নিয়েছেন মানস সরকার। ছোটগল্প উপহার দিয়েছেন কাননদেব ভট্টাচার্য, প্রশান্ত ঘোষ, দেবাশিস গঙ্গোপাধ্যায়, প্রশান্ত স্বর্ণকার প্রমুখ। দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, কালীকৃষ্ণ গুহ, বিশ্বদেব মুখোপাধ্যায়, শ্যামলকান্তি দাশ, শংকর চক্রবর্তী, সুজিত সরকার, সৈয়দ কওসর জামাল, হাননান আহসান, গৌতম হাজরার কবিতা মন ছুঁয়ে যায়। এছাড়াও আছে অনুগল্প, রম্য রচনা, পুস্তক আলোচনা। প্রচ্ছদশিল্পী সরোজ মল্লিক। দাম ৩০০ টাকা।

আরও পড়ুন-ভারতের সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া, কানাডাতেই বিরোধীদের তীব্র সমালোচনার মুখে প্রধানমন্ত্রী ট্রুডো

পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে প্রকাশিত হয় ‘অঙ্কুরীশা’। বিমল মণ্ডলের সম্পাদনায়। পাতায় পাতায় ছড়িয়ে রয়েছে আন্তরিকতা। প্রবন্ধ উপহার দিয়েছেন পবিত্র সরকার, জ্যোতির্ময় দাশ, সুনীল মাজি, বিশ্বজিৎ রায় প্রমুখ। আছে প্রবীণ ও নবীন কবিদের কবিতা। বিশেষভাবে উল্লেখ করতে হয় রামকিশোর ভট্টাচার্য, অজিত বাইরী, অশ্রুরঞ্জন চক্রবর্তী, সৌহার্দ্য সিরাজ, শঙ্খশুভ্র পাত্র, কেতকীপ্রসাদ রায়, ফটিক চৌধুরী, সাতকর্ণী ঘোষ, আশিস বন্দ্যোপাধ্যায়, রাখহরি পাল, নিমাই মাইতি, তাপস বৈদ্য, সর্বাণী ঘড়াই, জুলি লাহিড়ী, জগদীশ মণ্ডল, সুমন দিন্দা, উদয়শঙ্কর বাগের নাম। অনন্যা দাশ, সৌরভকুমার ভূঞ্যা, মধুসূদন ঘাটী প্রমুখের গল্পগুলো মনে রাখার মতো। নাটক লিখেছেন সন্দীপন বিশ্বাস। এছাড়াও আছে ভ্রমণ, বই আলোচনা ইত্যাদি। প্রচ্ছদশিল্পী শ্যামল জানা। দাম ২০০ টাকা।

আরও পড়ুন-যাদবপুর : জমা পড়ল শতাধিক আবেদন

হাওড়া থেকে প্রকাশিত হয় ‘সংকল্পবার্তা’। পার্থ বোসের সম্পাদনায়। শারদীয়া সংখ্যাটি আকর্ষণীয়। প্রবন্ধ-নিবন্ধ উপহার দিয়েছেন ডাঃ সুজয় চক্রবর্তী, ডাঃ সামসুল হক, কেতকীপ্রসাদ রায়, লিপি চক্রবর্তী, শান্তিপদ চক্রবর্তী, সুব্রত সাহা, অশ্রুরঞ্জন চক্রবর্তী প্রমুখ। গল্প লিখেছেন নিত্যরঞ্জন দেবনাথ, সুবীর সরকার, জুলি লাহিড়ী। কবিতায় ঔজ্জ্বল্য ছড়িয়েছেন কমল দে সিকদার, তপন বন্দ্যোপাধ্যায়, শংকর চক্রবর্তী, শ্যামলকান্তি দাশ, সৌমিত বসু, শংকর ঘোষ, শিবাশিস মুখোপাধ্যায়, আবু রাইহান, আশিস মিশ্র, দিলীপকুমার দে, ছন্দা চট্টোপাধ্যায়, দিশা চট্টোপাধ্যায়, তাজিমুর রহমান, সাতকর্ণী ঘোষ, সুস্মেলী দত্ত, নির্মলেন্দু শাখারু, অসুখলতা, লিপি চৌধুরী প্রমুখ। প্রচ্ছদশিল্পী সমীর মজুমদার। দাম ১৫০ টাকা।

অনুভূতি পত্রিকা প্রকাশিত হয় পশ্চিম মেদিনীপুরের দাঁতন থেকে। অমর মিশ্রের সম্পাদনায়। আগাগোড়া তারুণ্যে ভরপুর। উৎসব সংখ্যায় প্রাচীন বাংলার পুজো নিয়ে লিখেছেন সন্দীপ চক্রবর্তী, বিজয়লক্ষ্মী মুখার্জি, অয়ন চৌধুরী, সমাদৃত দাস। উপন্যাসিকা উপহার দিয়েছেন সঞ্চারী ভট্টাচার্য, রমেন্দ্রনাথ মিশ্র, অয়ন পাল, গৌতম সমাজদার, অত্রি পাল, মৃণাল বন্দ্যোপাধ্যায়, কার্তিক পাত্র। লেখাগুলো পড়তে ভাল লাগে। প্রদীপ আচার্য, সম্পূর্ণা চক্রবর্তীর অণুগল্প, রাখী রায়, অভীক দাসের গল্পগুলো মর্মস্পর্শী। কবিতা লিখেছেন সৈয়দ হাসমত জালাল, বিশ্বসিন্ধু দে, অনুপ ঘোষাল প্রমুখ। প্রচ্ছদশিল্পী রিয়া দাস। দাম ২৮০ টাকা।

আরও পড়ুন-সীমান্ত নিরাপত্তা বাড়াতে জমি কেন্দ্র ও রাজ্যের বৈঠক নবান্নে

কিশোরদের পত্রিকা ‘শরৎশশী’। অরূপ দাসের সম্পাদনায় প্রকাশিত হয় হাওড়া থেকে। বেরিয়েছে শারদীয়া সংখ্যা। ‘পুরাতনী বিভাগ’-এ বন্দে আলি মিয়াঁর জীবন এবং তাঁর একটি গল্প ছাপা হয়েছে। ‘ফিরে পড়া’ অংশে ছোটগল্প ও কবিতা বিভাগে কুমারেশ ঘোষ, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, আমিয়কুমার হাটি, কার্তিকচন্দ্র দাসের লেখাগুলি পড়তে ভাল লাগে। ‘বিশেষ রচনা’য় অমিত মণ্ডলের ‘রথীন্দ্রনাথের শিল্পকলা ও অন্যান্য’, জ্যোতির্ময় দাশের ’১০-এ দশ দিকের কথা’ কৌতূহল জাগায়। নানান স্বাদের গল্প লিখেছেন অনিন্দ্যশংকর রায়, তাপসতনু বন্দ্যোপাধ্যায়, সুদেষ্ণা চক্রবর্তী, শান্তনু সাহা, আব্দুস শুকুর খান, মুকুল মাইতি প্রমুখ। রয়েছে কবিতা-ছড়া-লিমেরিক বিভাগ। দিলীপ দাস এবং সুদর্শন মুখোটির ‘কমিকস’ ছোটদের মন ভরিয়ে দেবে। ‘প্রতিষ্ঠান পরিচিতি’ অংশে প্রতাপকুমার মুখোপাধ্যায়ের ‘শিবপুর পাবলিক লাইব্রেরি : স্মৃতিতে অনুভবে’ গবেষণালব্ধ লেখা। প্রচ্ছদ, বাঁধাই, কাগজের মান ও ছাপা বেশ উন্নতমানের। দাম ১৫০ টাকা।

Latest article