নিলামে লিথিয়াম

সম্প্রতি সেখানে অত্যন্ত মূল্যবান লিথিয়াম খনির সন্ধান মিলেছে। ওই সম্পদ যাতে সঠিকভাবে ব্যবহার করা হয় সে জন্যই ওই খনি নিলামে তোলা হবে

Must read

সম্প্রতি জম্মু ও কাশ্মীরে আবিষ্কার হয়েছে দেশের প্রথম লিথিয়াম খনি। ওই খনি থেকে লিথিয়াম উত্তোলন করা হলে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে জঙ্গিরা। কিন্তু জঙ্গিদের সেই হুমকিকে উড়িয়ে দিয়ে ভূস্বর্গের লিথিয়াম খনি নিলামে তুলতে চলেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী লিথিয়াম খনি নিলামে তোলার কথা জানিয়েছেন।

আরও পড়ুন-‘কাজ করবেন রাজ্যে, কেন্দ্রের হারে টাকা দেওয়া যাবে না’ ডিএ নিয়ে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

সোমবার কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, ভূস্বর্গে লিথিয়াম খনি নিলাম করার যাবতীয় দায়িত্ব পালন করবে জম্মু ও কাশ্মীর প্রশাসন। সম্প্রতি সেখানে অত্যন্ত মূল্যবান লিথিয়াম খনির সন্ধান মিলেছে। ওই সম্পদ যাতে সঠিকভাবে ব্যবহার করা হয় সে জন্যই ওই খনি নিলামে তোলা হবে। কবে খনি নিলামে তোলা হবে সে বিষয়ে জম্মু-কাশ্মীর প্রশাসনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জোশী জানিয়েছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন জম্মু-কাশ্মীরের ওই খনিতে প্রায় ৫৯ লক্ষ টন লিথিয়াম মজুত আছে। ওই খনির সন্ধান মেলার পরেই সক্রিয় হয়েছে জঙ্গিরা। তবে তা অগ্রাহ্য করেই নিলামের প্রস্তুতি৷

Latest article