কেরল থেকে গ্রেফতার লিথুয়ানিয়ার এক ‘মোস্ট ওয়ান্টেড’

ক্রিপ্টো (Crypto) প্রতারণা মামলায় অভিযুক্ত এক ব্যক্তি যিনি আমেরিকার ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকার অন্তর্ভুক্ত কেরল থেকে গ্রেফতার হলেন।

Must read

ক্রিপ্টো (Crypto) প্রতারণা মামলায় অভিযুক্ত এক ব্যক্তি যিনি আমেরিকার ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকার অন্তর্ভুক্ত কেরল থেকে গ্রেফতার হলেন। ধৃত ব্যক্তি ক্রিপ্টো প্রতারণার অন্যতম চক্রী। জানা গিয়েছে, অভিযুক্তের নাম আলেকসেজ বেসিওকোভ। ‘গ্যারান্টেক্স’ নামে ক্রিপ্টো এক্সচেঞ্জ খুলে হ্যাকিং-সহ বিভিন্ন অপরাধমূলক কাজে ক্রিপ্টো বিনিয়োগ করতেন তিনি। আমেরিকার ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাতেও তাঁর নাম রয়েছে। প্রায় ৮ লক্ষ ৩০ হাজার কোটির ক্রিপ্টো প্রতারণার অভিযোগ উঠেছে এই ব্যক্তির বিরুদ্ধে। এরপর থেকে ফেরার ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে আলেকসেজের খোঁজে তল্লাশি জারি রেখেছিল আমেরিকা। অবশেষে মার্কিন গোয়েন্দারা খবর পায় দক্ষিণ ভারতের একটি রাজ্যে আত্মগোপন করে আছেন আলেকসেজ।

আরও পড়ুন-দিল্লিতে ব্রিটিশ তরুণীকে ধ.র্ষণ

মার্কিন গোয়েন্দারা এরপর থেকেই আলেকসেজের খোঁজে দক্ষিণ ভারতের রাজ্যগুলির সঙ্গে সমানে যোগাযোগ রাখছিলেন। কিছুদিনের মধ্যেই কেরলে তাঁর হদিস পায় পুলিশ। বুধবার তাঁকে গ্রেফতার করা হয়। ‘গ্যারন্টেক্স’ নামে একটি ক্রিপ্টো এক্সচেঞ্জ খুলে বিনিয়োগ এবং লেনদেনের কাজ করছিলেন এই ব্যক্তি। এখানেই শেষ নয়, সেই টাকা বিভিন্ন অপরাধমূলক কাজ, জঙ্গি সংগঠনেও ব্যবহার করছিলেন তিনি। ২০২২ সালে আলেকসেজকে নিষিদ্ধ ঘোষণা করে আমেরিকা। সূত্রের খবর, আমেরিকা থেকে পালিয়ে যান তিনি। কেরলে হদিস পেয়েই ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের অনুরোধে ভারতের বিদেশ মন্ত্রক আলেকসেজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। অবশেষে সিবিআই এবং কেরল পুলিশের যৌথ অভিযানে তিরুঅনন্তপুরম থেকে গ্রেফতার করা হয়ে আলেকসেজকে।

Latest article