প্রতিবেদন : আগামী বুধবার ২৩ ফেব্রুয়ারি থেকে নন্দন-চত্বরে শুরু হচ্ছে লিটল ম্যাগাজিন মেলা। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি (Trinamool Congress) দফতরের উদ্যোগে এই মেলা হবে। শনিবার বাংলা আকাদেমিতে এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন (Trinamool Congress) শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এ-ছাড়া উপস্থিত ছিলেন সুবোধ সরকার, শ্রীজাত, আবুল বাশার-সহ অনেকে। এবারের মেলায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে ৩৪০টি পত্রপত্রিকা অংশ নেবে। ৩৩২ জন কবি পাঠ করবেন তাঁদের স্বরচিত কবিতা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল, মেলা চলাকালীন ১০টি আলোচনাসভা ও একটি সম্পাদকের বৈঠক হবে। আলোচনাসভায় ৫৫ জন বিশিষ্ট কবি-সাহিত্যিক ও সম্পাদক অংশ নেবেন। থাকবেন চিত্রকররাও। প্রয়াত কবি শঙ্খ ঘোষের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের মেলায় শীর্ষ পঙ্ক্তি করা হয়েছে— ‘আমার জন্মের কোনো শেষ নেই’।