অংশুমান চক্রবর্তী : বইমেলায় (Book Fair) লিটল ম্যাগাজিন আছে স্বমহিমায়। মননশীল পাঠকরা গন্ধে গন্ধে ঠিক পৌঁছে যাচ্ছেন। দুটি প্যাভেলিয়নে আলো ছড়াচ্ছে কলকাতার ও বিভিন্ন জেলার বেশ কয়েকটি উল্লেখযোগ্য লিটল ম্যাগাজিন।
হাওড়ার ‘শুধু বিঘে দুই’। বইমেলায় (Book Fair) প্রকাশিত হয়েছে পত্রিকার দশম সংখ্যা। সম্পাদক সংগীতা বন্দ্যোপাধ্যায়। পত্রিকার টেবিল ঘিরে তরুণ কবিদের উন্মাদনা। নতুন সংখ্যায় একগুচ্ছ সুনির্বাচিত কবিতার পাশাপাশি আছে যশোধরা রায়চৌধুরীর প্রবন্ধ ‘বাংলা কবিতা— নারী আর দেবী’। অনির্বাণ মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন রাজদীপ রায়। নতুন সংখ্যাটির চাহিদা ভালই। পাশাপাশি বিক্রি হচ্ছে পুরোনো সংখ্যা এবং একফর্মার কবিতার বইগুলো।
নদীয়া এবং কলকাতা থেকে একযোগে প্রকাশিত হয় ‘শব্দযান’। সম্পাদক ব্রতীন সরকার। আট বছরের এই পত্রিকার জানুয়ারি সংখ্যায় ছাপা হয়েছে একগুচ্ছ কবিতা, গদ্য। লিখেছেন ঋজুরেখ চক্রবর্তী, সৌভিক বন্দ্যোপাধ্যায়, তারেক কাজী, অনিমিখ পাত্র প্রমুখ। আছে অর্ণব সাহার সাক্ষাৎকার। সুসম্পাদিত পত্রিকাটি পাঠকপ্রিয়তা লাভ করেছে।
প্রণবকুমার চট্টোপাধ্যায়ের সম্পাদনায় চল্লিশ বছর ধরে প্রকাশিত হচ্ছে ‘ক্লেদজ কুসুম’। বরাবর এই পত্রিকায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় অনুবাদকে। বইমেলা সংখ্যায় অনুদিত হয়েছে আফগানিস্তানের কবি কামরান মীর হায়ারের কবিতা। পাশাপাশি আছে হোর্হে লুইস বোর্হেস, ফেদেরিকো গার্সিয়া লোরকার কবিতার অনুবাদ। কিছু মণিপুরি কবিতার অনুবাদও স্থান পেয়েছে। আছে বিভিন্ন কবির এক এবং একাধিক কবিতা। লিখেছেন তপন বন্দ্যোপাধ্যায়, সৈয়দ কওসর জামাল, শংকর চক্রবর্তী, শ্যামলকান্তি দাশ, সুশীল মণ্ডল প্রমুখ। বিভিন্ন বিষয়ের উপর গদ্য এই সংখ্যার পরম সম্পদ। সংখ্যাটি ঘিরে পাঠকমহলে আগ্রহ তৈরি হয়েছে। প্রশান্ত মাজীর সম্পাদনায় প্রকাশিত হচ্ছে ‘প্রতিবিম্ব’। শুরু থেকেই পত্রিকাটি নজর কেড়েছে দীক্ষিত পাঠকের। বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে বিশেষ সংখ্যা। স্মরণ করা হয়েছে শঙ্খ ঘোষকে।
পাশাপাশি আছে কমলকুমার মজুমদারের অপ্রকাশিত গল্প, সন্দীপন চট্টোপাধ্যায়ের অপ্রকাশিত চিঠি, সুব্রত চক্রবর্তীর হারিয়ে যাওয়া দীর্ঘ কবিতা এবং ভাস্কর চক্রবর্তী স্মারক বক্তৃতা। সংখ্যাটির দারুণ চাহিদা। ‘দক্ষিণের সাঁকো’ সম্পাদনা করেন স্বপনকুমার মণ্ডল। বেরোচ্ছে ২০১১ সাল থেকে। এই পত্রিকায় চর্চা করা হয় মূলত বিস্তৃত দক্ষিণবঙ্গের ইতিহাস। প্রকাশিত হয়েছে বেশকিছু বিশেষ সংখ্যা। মেলায় ভালো বিক্রি হচ্ছে সুন্দরবনের জমিদার সংখ্যাটি।
আরও পড়ুন – হাওড়া জেলা বক্সিং চ্যাম্পিয়নশিপের উদ্বোধনে নন্দিতা চৌধুরী ও বাবুন ব্যানার্জী
দীর্ঘদিনের সাহিত্য পত্রিকা ‘পুরবৈয়াঁ’। বিশ্বনাথ ভট্টাচার্য ও পূর্বাণী ঘোষ সম্পাদিত এই পত্রিকা কলেবরে বেড়েছে। কবি-লেখক পত্র-পত্রিকা ও প্রকাশকের হদিশ দিতে ‘সাহিত্যের ইয়ারবুক ২০২২’ পাওয়া যাচ্ছে এই পত্রিকার টেবিলে।
অনন্যা বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ‘লুব্ধক’। সাতাশ বছরের এই পত্রিকার বইমেলা সংখ্যায় স্মরণ করা হয়েছে নবনীতা দেবসেন, বুদ্ধদেব দাশগুপ্ত, উৎপলকুমার বসু, শম্ভু রক্ষিত, গীতা চট্টোপাধ্যায়কে। বিশেষ ক্রোড়পত্র ‘সনেট’। চাহিদা ভালই।
পরীক্ষা-নিরীক্ষায় বিশ্বাসী লিটল ম্যাগাজিন। নির্বাচন করে অন্য ধরনের বিষয়। সংখ্যাগুলো নেড়েচেড়ে দেখলে সেটা ভালই বোঝা যায়। অগণিত না হলেও, হাতেগোনা ‘বিশুদ্ধ’ পাঠক খোঁজখবর রাখেন এইসব উৎকৃষ্ট মানের লিটল ম্যাগাজিনের।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…