লিভারপুল, ২২ ফেব্রুয়ারি : চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের টিকিট কার্যত পাকা রিয়াল মাদ্রিদের। মঙ্গলবার রাতে দু’গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে (Liverpool Football Club) ৫-২ গোলে উড়িয়ে দিলেন করিম বেঞ্জেমারা। তাও আবার লিভারপুলের ঘরের মাঠে অ্যানফিল্ডে। রিয়ালের হয়ে দু’টি করে গোল করেন বেঞ্জেমা ও ভিনিসিয়াস জুনিয়ার। ১৫ মার্চ রিয়ালের মাঠে ফিরতি লেগের ম্যাচ খেলবেন মহম্মদ সালাহরা। শেষ আটে ওঠার জন্য এই ম্যাচটা অন্তত চার গোলের ব্যবধানে জিততে হবে। যা কার্যত অসম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
লিভারপুলের (Liverpool Football Club) কাছে এই ম্যাচটা ছিল গত বছরের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারের বদলা নেওয়ার মঞ্চ। ৪ মিনিটেই ডারউইন নুনেজ গোল করে লিভারপুলকে এগিয়ে দিয়েছিলেন। ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। তবে দু’গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে আসে রিয়াল। ২১ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁক খাওয়ানো শটে ১-২ করেন ভিনিসিয়াস। ৩৬ মিনিটে অ্যালিসনের ভুলের সুযোগে ফের গোল করে ২-২ করে দিয়েছিলেন ভিনিসিয়াস।
আরও পড়ুন: তিরুপতি মন্দিরে সস্ত্রীক সূর্যকুমার
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার মিনিট দুয়েকের মধ্যেই মিলিতাওয়ের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে গিয়েছিল রিয়াল। এরপর ৫৫ ও ৬৭ মিনিটে আরও দু’টি গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন বেঞ্জেমা। এদিকে, চ্যাম্পিয়ন্স লিগের অন্য একটি প্রি-কোয়ার্টার ফাইনালে নাপোলি ২-০ গোলে হারিয়েছে আইনট্র্যাখট ফ্রাঙ্কর্ফুটকে। নাপোলির হয়ে গোল দু’টি করেন ভিক্টর ওসিমেন ও জিওভান্নি ডি’লরেঞ্জো।