চাঁদের মাটিতে আবাস?

Must read

প্রতিবেদন : চাঁদের (Moon) ধূলিকণা কাজে লাগিয়ে কীভাবে কাচ বা ইট তৈরি করা যায়, তা নিয়ে সম্প্রতি গবেষণা করছেন বার্লিন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। পৃথিবীর গৃহসংকট কাটাতে ভবিষ্যতে যদি সত্যিই চাঁদে বাড়ি বানানো যায় তবে তা তৈরির উপকরণ চাঁদের নিজস্ব প্রাকৃতিক সম্পদ থেকে সংগ্রহ করাই স্বাভাবিক। কারণ পৃথিবী থেকে চাঁদে এধরনের উপকরণ নিয়ে যাওয়ার প্রকল্প অকল্পনীয় ব্যয়বহুল হবে। বার্লিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগ এখন তাই আবাস-উপকরণ খোঁজার কাজে নেমেছে। তবে পৃথিবীর বুকে চাঁদের (Moon) ধূলিকণার মতো পদার্থ সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় বেজাল্ট এবং ফেল্ডস্পারের মতো উপকরণ আগ্নেয়গিরির কাছে পাওয়া যায়৷ একটি ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে ১,৪০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করলে সেই উপকরণ অনেকটা লাভার মতো রূপ নেয়৷ গলানো সেই পদার্থের বিপুল সম্ভাবনা রয়েছে৷ বার্লিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিমন স্টাপারফেন্ড বলেন, প্রাথমিক স্তরে আমরা বাসস্থান, অর্থাৎ, বাড়িঘর, সোলার সেলের কাঠামো ইত্যাদি গড়ে তুলতে চাই৷ বার্লিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইয়ুলিয়ান বাশ জানান, আমাদের হাতে দুটি মৌলিক উপাদান রয়েছে, অর্থাৎ, বেসাল্টিক উপাদান এবং অ্যানোর্টোসাইট উপাদান৷ দুইয়ের মিশ্রণে চাঁদে আবাস তৈরির জন্য নির্দিষ্ট বেস সৃষ্টি করা যায়৷

আরও পড়ুন- মিডিয়া মাফিয়ার খেলা চলছে

Latest article