প্রতিবেদন : মোহনবাগানের নতুন হেড কোচ সের্জিও লোবেরা ভিসা সমস্যা মিটিয়ে মঙ্গলবার গভীর রাতে শহরে চলে এলেন। বৃহস্পতিবার বিকেলে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে দল নিয়ে প্রস্তুতি শুরু করে দেবেন। নতুন কোচের আসার খবরে মঙ্গলবার ক্লাব মাঠে বাড়তি অনুশীলন করেন জেসন কামিন্স, লিস্টন কোলাসোরা। দিমিত্রি পেত্রাতোস এদিন শুধু হাঁটেন। বুধবার অনুশীলনে ছুটি।
মোহনবাগানকে স্বস্তি দিল ইস্টবেঙ্গলে আনোয়ার আলির ট্রান্সফার নিয়ে দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষণ। আনোয়ার মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে রঞ্জিত বাজাজের আবেদন নাকচ করে দিল্লি হাইকোর্ট জানিয়ে দিয়েছে, এই ইস্যুতে তিনি কোনও অন্তর্বর্তীকালীন আদেশ দিতে পারবেন না।
আরও পড়ুন-মুম্বইয়ে র্যাম্পে হাঁটবেন মেসি, সঙ্গী সুয়ারেজও
ফেডারেশনের গড়িমসিতে গত ১৬ মাস ধরে আনোয়ার-মামলা ঝুলে রয়েছে। অ্যাপিল কমিটি আনোয়ারকে শাস্তি দিলেও তা বাস্তবায়িত হয়নি। অ্যাপিল কমিটির এক সদস্য পদত্যাগ করায় কোরাম না থাকায় কোনও বৈঠক ডাকতে পারেনি ফেডারেশন। গত ১৬ মাস ধরে নানা কারণে মিটিং স্থগিত রাখতে হয় বিচারপতি রাজেশ ট্যান্ডনের নেতৃত্বাধীন কমিটিকে। পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে জানুয়ারি ২০২৬-এর ১৯ জানুয়ারি। এদিন দিল্লি হাইকোর্টে শুনানিতে বিচারপতি শচীন দত্ত তাঁর পর্যবেক্ষণে জানান, আমি কোনও রায় বা নিষেধাজ্ঞা জারি করতে চাই না। বিচারপতি ট্যান্ডনের কার্যধারাকে চ্যালেঞ্জ করা উচিত নয়।
২০ ডিসেম্বর ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় একটি নতুন অ্যাপিল কমিটি গঠনের পরিকল্পনা থাকলেও শুনানির জন্য আরও চার সদস্যের উপস্থিতির কথা আবেদনে উল্লেখ করেছিলেন আনোয়ার। এখন দেখার, অ্যাপিল কমিটি কী সিদ্ধান্ত নেয়। তবে যে সিদ্ধান্তই নেওয়া হোক, আনোয়ার ও ইস্টবেঙ্গল তা মানতে বাধ্য।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…