Goa : তৃণমূলই প্রকৃত বিকল্প, গোয়ায় কংগ্রেস ছেড়ে যোগদান লোবোর

Must read

পানাজি : তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় যে কথা বারবার বলেছেন সেই একই কথা বলে কংগ্রেস ছাড়লেন গোয়ার দীর্ঘদিনের কংগ্রেসনেত্রী এথেল লোবো। বললেন, কংগ্রেস দলটা এখন আর বিজেপির বিরুদ্ধে নেই, বরং বিজেপির পক্ষে৷ বিজেপির বিরুদ্ধে প্রকৃত বিকল্প তৃণমূল কংগ্রেসই।

বুধবার গোয়ার পানাজির দলীয় দফতরে দলের তরফে গোয়ার নতুন ইনচার্জ সাংসদ মহুয়া মৈত্রর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এথেল লোবো। উপস্থিত ছিলেন গোয়ার তৃণমূল নেতা যতীশ নায়েকও।

আরও পড়ুন : Chandrima Bhattacharya: আইন অনুযায়ী পুরবোর্ডে “মুখ্য প্রশাসক” নিয়োগ, বিধানসভায় জানিয়ে দিলেন মন্ত্রী চন্দ্রিমা

গোয়ার ইনচার্জ হিসেবে এদিনই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন মহুয়া মৈত্র। আগামী কয়েকটি দিন গোয়ায় থেকে তিনি সংগঠনের কাজ করবেন। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে এথেল লোবো বলেন, আমি ৩০ বছর ধরে কংগ্রেস করেছি। ওরা মহিলাদের উঠতে দেয় না। বহুবার এর কারণ জিজ্ঞেস করেও উত্তর পাইনি। ওরা এখন পুরোপুরি বিজেপির হয়ে কাজ করছে।

তৃণমূল কংগ্রেসে আসার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেভাবে মহিলাদের জন্য কাজ করেছেন, তাঁদের তুলে এনেছেন তা অবিশ্বাস্য। লোকসভায় ৩৩ শতাংশ মহিলাদের উপস্থিতি। বাংলায় মহিলাদের জন্য কত প্রকল্প। কিন্তু কংগ্রেস এসবের কিছুই করেনি। কোনওদিন করবেও না।
গোয়া পুরসভার উপ-পুরপ্রধান হিসেবে একসময় কাজ করেছেন এথেল। তিনি নিজেই জানালেন, গোয়ার বিভিন্ন ব্লকে, বুথে পড়ে থেকে কাজ করায় অভ্যস্ত। সবসময় থাকেন মানুষের পাশে। কিন্তু কংগ্রেসের নেতারা এসবের কোনও মূল্য কোনওদিন দেননি। তৃণমূলে এসে প্রাক্তন কংগ্রেস নেত্রীর অভিযোগ, দলটা এখন বিকিয়ে গিয়েছে।

Latest article