রকেট হামলায় (Rocket Attack) প্রাণ হারালেন ইমরানের দলের নেতা-সহ আট জন। সোমবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাভেলিয়াঁতে এই ঘটনা ঘটেছে। অভিযুক্তদের এখনও খোঁজ মেলেনি। এক গ্রাম থেকে প্রার্থনা সেরে গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন।এমন সময় গাড়ি লক্ষ্য করে ছুটে এল রকেট। প্রাণ হারালেন পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (PTI)-এর নেতা-সহ আট জন। ঘটনাস্থলেই প্রাণ গিয়েছে ইমরান খানের দল পিটিআইয়ের জেলা চেয়ারম্যান আতিফ জাদুন খানের।
আরও পড়ুন: পুরীতে বাংলার গেস্ট হাউস, আজ যাচ্ছেন মুখ্যমন্ত্রী
পুলিশ জানিয়েছে, সোমবার প্রার্থনা সেরে গাড়িতে ফেরার সময় এই ঘটনা ঘটে। গাড়িতে ছিলেন তাঁর নিরাপত্তরক্ষীরা। অ্যাবটাবাদ জেলায় গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় রকেট (Rocket Attack)। কিন্তু শেষরক্ষা হয়নি। প্রাণ হারান আতিফ এবং তাঁর নিরাপত্তারক্ষীরা।
ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহগুলি হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, দেহগুলি এতটাই পুড়ে গিয়েছে যে, শনাক্ত করা যাচ্ছে না। ময়নাতদন্তের পর দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পুলিশের প্রাথমিক অনুমান, আতিফের পারিবারিক বিবাদের কারণেই এই হামলা। অজ্ঞাতপরিচয়দের নামে মামলা দায়ের করেছে পুলিশ।