প্রতিবেদন : নিজের এলাকার সমস্যা নিয়ে রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করলেন গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। আরামবাগ পুরসভা এলাকায় স্মার্টসিটির টাকা নয়ছয়ের অভিযোগ নিয়ে তিনি শুক্রবার কলকাতা পুরসভায় এসে দীর্ঘক্ষণ পুরমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। আরামবাগের বিভিন্ন স্কুলে লাগানো সোলার প্যানেল ভেঙে পড়ছে বলে ফিরহাদকে জানান বিজেপি বিধায়ক।
আরও পড়ুন-বাড়ছে ডিমের দাম বড়দিনের কেক বিক্রি নিয়ে চিন্তায় পড়েছেন বেকারি মালিকেরা
এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র জানান, উনি জানালেন, স্কুলে লাগানো সোলার প্যানেলগুলো নাকি ভেঙে পড়ছে। আমার সেক্রেটারিকে বলেছি খোঁজ নিতে যে ওগুলো কোন কোম্পানি লাগিয়েছিল? কেন ভেঙে পড়ছে? এটা একটা তদন্ত করে দেখা দরকার। আমার কাজ হচ্ছে, কোনও অভিযোগ এলে তার সত্যতা যাচাই করা। এদিন বিকেলে মন্ত্রীর সঙ্গে প্রায় ঘণ্টাদেড়েক আলোচনায় সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক জানিয়েছেন, উনি আমার দীর্ঘদিনের পরিচিত। আমার এলাকায় কোনও সমস্যা হলে উনি সেখানে যান, সেকথা অস্বীকার করব না। এলাকার উন্নয়নে উনি রাজনীতি দেখেন না। তাই বিধায়ক হিসাবে পুরমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে এসেছিলাম।