প্রতিবেদন : কলকাতার পুরভোটে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের সাম্প্রতিক নির্বাচনী ইতিহাসে বাইরের লোকেরা ঢুকে অশান্তি বাঁধানোর অসংখ্য নজির রয়েছে। একই অভিযোগ উঠেছে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রীর থেকে শুরু করে তাদের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। এবার কলকাতা পুরভোটে তাই নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করছে রাজ্য নির্বাচন কমিশন।
আরও পড়ুন : মেঘালয়ে এবার সবুজ ঝড়
নির্বাচন কমিশন সূত্রে খবর, স্থির করা হয়েছে কলকাতা পুরভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে কলকাতা পুর এলাকার সব বুথে বহিরাগতদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। শুধু তাই নয়, এবার পুরসভা ভোটে বিভিন্ন রাজনৈতিক দলের যাঁরা এজেন্ট হবেন তাঁদের সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে হবে। উল্লেখ্য, এর আগে গত রাজ্য বিধানসভা ভোটেও একই রকমের ব্যবস্থা নিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। এবার তাদের দেখানো পথে হেঁটেই কলকাতা পুরভোটে নিরাপত্তা ব্যবস্থা করছে রাজ্য নির্বাচন কমিশন। এ ছাড়াও থাকছেন আরও চার জন বিশেষ পর্যবেক্ষক।