ধর্মঘটের নামে চূড়ান্ত বিশৃঙ্খলার নজির। স্লিপার খুলে রাখা রয়েছে রেল ট্র্যাকে নজরে আসতেই কোনও রকমে ব্রেক কষল চালক। এদিন চালকের তৎপরতায় বড়সড় ট্রেন দুর্ঘটনা থেকে বাঁচালেন যাত্রীরা। বুধবার শিয়ালদহ (Sealdah) দক্ষিণ শাখার মগরাহাট এবং দেউলার মাঝামাঝি জায়গায় ওই ভাঙা স্লিপার পড়ে থাকতে দেখা যায়। রেলের তরফে এই ঘটনা নিয়ে অভিযোগ, বুধবার যাঁরা ধর্মঘটে সামিল হয়েছিলেন, তাঁরাই এই কাজ করেছেন। বুধবার সকাল থেকে রাজ্যের একাধিক স্টেশনে অবরোধ চলে। শিয়ালদহ শাখায় বেশ কয়েক জায়গায় রেল পরিষেবা কিছুক্ষনের জন্য হলেও ব্যাহত হয়। তবে রেল ট্র্যাকে স্লিপার খুলে রাখার মত নিম্নমানের ঘটনায় হতবাক রেলকর্তারা।
আরও পড়ুন-শেষ চারে মুখোমুখি জকোভিচ ও সিনার
এতদিন বিভিন্ন সময়ে ওভারহেডের তারে কলাপাতা ফেলে অবরোধ করার চেষ্টা চালিয়েছেন আন্দোলনকারীদের। এমতাবস্থায় একটি ট্রেন শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছিল। ট্রেনটির চালক নির্দিষ্ট গতিতেই রেকটিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ ট্র্যাকের উপরে স্লিপারটি নজরে আসে। সঙ্গে সঙ্গে ব্রেক কষেন তিনি। এভাবে হঠাৎ এত জোরে ব্রেক কষার ফলে যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিমেষের মধ্যেই হুড়োহুড়ি পড়ে যায়। যাত্রীদের মধ্যে অনেকেই ট্রেন থেকে নেমে পড়েন। চালক মগরাহাট স্টেশনে খবর দিলে ঘটনাস্থলে যান জিআরপি এবং আরপিএফের জওয়ানরা। রেলের তরফে খবর, স্লিপারটি যেভাবে রাখা ছিল, তাতে জোরে ব্রেক না কষলে বড়সড় বিপর্যয় ঘটে যেতে পারত।
আরও পড়ুন-দিনের কবিতা
প্রসঙ্গত যেভাবে ওই শাখায় বিভিন্ন জায়গায় কলা পাতা ফেলা হয়েছিল, তাতে এই স্লিপার খোলার কাজটিও আন্দোলনকারীরা করেছিল সেই ব্যাপারে সন্দেহের অবকাশ নেই। কিন্তু এই ধরনের কাজ মানুষের প্রাণহানির কারণ হতে পারত বলে জানিয়েছেন পূর্ব রেলের আধিকারিকরা।