সংবাদদাতা, জলপাইগুড়ি : আর ভাঁওতা বরদাস্ত নয়। এই শ্লোগান তুলেই ভোটের দিন মাদারিহাটের বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। বুধবার মুজনাই চা বাগান এলাকার ১৪/৬০ নং বুথের কাছে বিজেপি নেতার গাড়ি ঢুকতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। খেটে খাওয়া চা বাগান শ্রমিকরা স্লোগান তোলে “গো ব্যাক রাহুল লোহার”। তারা অভিযোগ করে, পরপর দুবার আলিপুরদুয়ারের সংসদ হয়েছে বিজেপি থেকে, মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকেও বিধায়ক হয়েছিলেন বিজেপি থেকেই। বিজেপি বিধায়ক বিজেপির সাংসদ কোনদিনই খোঁজ নেয়নি এলাকার মানুষের তারা জানেই না এলাকায় কি সমস্যা রয়েছে।
আরও পড়ুন-তিন মেডিক্যাল কলেজের নিরাপত্তা নিয়ে বৈঠকে রাজ্য নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ
গ্রামে যা উন্নতি করেছে তার অবদান শুধুমাত্র রাজ্য সরকারের, তাই তারা কিছুতেই মেনে নিতে পারবেন না ভোটের দিনে হঠাৎ করে আসা এই নেতাকে। এই অভিযোগ শুনতেই বরাবরের বদ মেজাজি মানুষ হিসেবে পরিচিত বিজেপি প্রার্থী রাহুল লোহার রে রে করে ছুটে যায় সাধারণ মানুষের দিকে। এরপরই পরিস্থিতি চরম উত্তেজনায় পৌঁছায়, রাজ্য সরকারের পুলিশ এসে সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তাদের শান্ত করবার চেষ্টা করেন। সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়া হতে হয় রাহুল লোহারকে। তিনি এই এলাকার ১৪/৬১ ও ১৪/৬২ বুথে ঢুকতে না পেরে ফিরে যান। খবর পেয়ে ঘটনাস্থলে এরপরেই ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী ও তৃণমূল নেতৃত্বরা। মেহনতী চা বাগান শ্রমিকরা অভিযোগ করে বলেন, রাজ্য সরকার আমাদের জন্য চা সুন্দরী প্রকল্পের মাধ্যমে সমস্ত সুযোগ সুবিধা করে দিয়েছেন। বিজেপির দুবারের সাংসদ ও বিধায়ক এলাকার কোনও উন্নয়নের কাজই করেননি। তাই এই অবস্থায় আজ ভোটের দিনে তাকে কিছুতেই সহ্য করতে পারছে না এলাকার চা শ্রমিক মহিলা থেকে শুরু করেন এলাকার প্রবীমরাও। এই ঘটনার পর বিজেপি শিবির যে বেজায় অস্বস্তি পড়েছে তা বলার অপেক্ষা রাখে না।