সংবাদদাতা, নদিয়া : বিরোধী প্রার্থীর নাম সবে ঘোষণা হয়েছে। এখনও নমিনেশনে জমা দিতে পারেননি তাঁরা। অন্যদিকে তৃণমূল প্রার্থীর প্রচার চলছে জোরকদমে। রবিবার ছুটির দিন নির্বাচনী প্রচারের শুরুতেই বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারলেন কালীগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। প্রথমে পলাশি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুনপাড়া থেকে বাড়ি বাড়ি ঘুরে প্রচার অভিযান শুরু করেন তিনি। এর পর দাসপাড়া, আশাপাড়া, পাণ্ডবপাড়া, পলাশি নতুন দেওড়া তেজনগর হয়ে আরামডাঙা পর্যন্ত প্রচার অভিযান চালান গোটা দুপুর। জামাইষষ্ঠীর দিন প্রায় প্রত্যেক বাড়িতেই অতিথিদের আগমন ঘটার সুযোগকে কাজে লাগিয়ে বাড়ি বাড়ি ঘুরে প্রচার সারেন আলিফা।
আরও পড়ুন-ঢেঁকি স্বর্গে গিয়েও ভানে ধান, মোদি শাহ সর্বত্র বিভাজন করে খান
কখনও কচিকাঁচাদের কোলে তুলে নিলেন। কখনও বা প্রবীণ মানুষদের সঙ্গে গল্পগুজব সারলেন। পাশাপাশি এলাকায় কী কী সমস্যা আছে তাও খুঁটিয়ে খুটিয়ে জেনে নিলেন। প্রচারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এলাকার ব্লক সভাপতি দেবব্রত মুখোপাধ্যায়। রোড ম্যাপ থেকে শুরু করে কোথায় কখন কীভাবে যাবেন ও প্রচার সারবেন প্রার্থী আলিফা সে সব দায়িত্বও সামলাচ্ছেন তিনি। সঙ্গে রয়েছেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর এবং এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালি খাতুন-সহ জলের অন্যান্য নেতৃত্ব। যেখানেই যাচ্ছেন সেখানেই এলাকার মানুষ কখনও মালা পরিয়ে দিচ্ছেন। কখনও ফুল ছড়িয়ে বরণ করে নিচ্ছেন স্নেহ ও আদরের লালসাহেবের মেয়েকে। এলাকার জনপ্রিয় মানুষ হিসেবে প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ ওরফে লালসাহেবের ছায়া এখানকার সর্বত্র জুড়ে আছে। এলাকার মানুষের মতে, বাবা যেমন মৃদুভাষী ও ভীষণ ভদ্র মানুষ ছিলেন, এলাকার সকলের কথা মন দিয়ে শুনতেন, সকলকে নিয়ে একসঙ্গে চলতেন, তাঁর মেয়ে আলিফাও ঠিক তেমনই মিষ্টভাষী, সুন্দর ব্যবহার। মানুষের সঙ্গে তাঁর মিলেমিশে যাওয়ার অদ্ভূত প্রবণতা আছে বাবার মতোই। তৃণমূল প্রার্থী আলিখা তাঁর বাবার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার প্রতিশ্রুতিও নিচ্ছেন। এলাকার রাজনৈতিক মহলের মতে, সংখ্যালঘু এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের সিম্বলই যথেষ্ট জয়ের জন্য। এক্ষেত্রে তার সঙ্গে রয়েছে লালসাহেবের ছায়া। ফলে এই বিধানসভায় তৃণমূল প্রার্থীর অবস্থা ঠিক যেন সোনায় সোহাগা।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…