কুকথার জের, সিঙ্গুরে গদ্দারকে কালো পতাকা স্থানীয় মানুষের

Must read

সংবাদদাতা, হুগলি : আইনি রক্ষাকবচ পেয়ে বেপরোয়া হয়ে গদ্দার অধিকারী লাগাতার কুৎসিত ও অশালীন মন্তব্য করে চলেছেন কখনও মুখ্যমন্ত্রীকে, কখনও পুলিশকে লক্ষ্য করে। সাধারণ মানুষ এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ। তাই বুধবার সিঙ্গুরে (singur) সভা করতে যাওয়ার পথে ডানকুনিতে টোল প্লাজায় স্থানীয় মানুষজন তাঁকে দেখেই ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ ধ্বনি দেন। এই প্রতিবাদ-বিক্ষোভের জেরে সিঙ্গুরের (singur) সভামঞ্চ থেকে ফের অশালীন শব্দ প্রয়োগ করেন বিরোধী দলনেতা। স্থানীয় মানুষদের বক্তব্য, বাংলায় থেকে ওঁর ‘জয় বাংলা’ শুনলে রাগ হয়, তাই ওঁকে জয় বাংলা স্লোগান বেশি করে শোনানো হবে। গদ্দারের বারংবার অশালীন শব্দ ব্যবহারের পরেও মুখে কুলুপ এঁটে রয়েছেন বিজেপি রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব। প্রশ্ন উঠছে, বিজেপি শীর্ষ নেতৃত্বের মদতেই কি বারংবার গদ্দার বাংলার মানুষকে অপমান করার সাহস দেখাচ্ছেন?

আরও পড়ুন- পুলিশকে মার! জালে সক্রিয় বিজেপি কর্মী

Latest article