শুক্রবার ও শনিবার স্কুল বন্ধ ছিল। আজ রবিবার সকালে কেয়ারটেকার এসে দেখেন কোল্যাপসেবল গেট কাটা। ভাঙা হয়েছে ৫টা তালা। সবকিছুই মেঝেতে পড়ে আছে। প্রধান শিক্ষিকার ঘর ও অ্যাকাউন্টসের ঘর তছনছ করা হয়েছে। রবিবার বেহালার (Behala) বাণীতীর্থ গার্লস হাইস্কুলে তালা ভেঙে চুরির অভিযোগ। স্কুলের কেয়ারটেকার স্কুলে ঢুকে দেখেন প্রধান শিক্ষিকা ও অ্যাকাউন্টসের ঘর তছনছ করেছে কেউ। স্কুল কর্তৃপক্ষ তরফে খবর লোহার গেট কেটে চুরি করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা এই ঘটনা সম্পর্কে জানিয়েছেন, এখনও পর্যন্ত যা দেখা গিয়েছে, ১০ হাজার টাকার মতো চুরি হয়েছে। কাগজপত্র ঠিকঠাক আছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে। প্রধান শিক্ষিকা মনে করছেন পরিচিত কেউই ঘটনার সঙ্গে জড়িত। তিনি জানান কোন ঘরে টাকা রয়েছে, তা দুষ্কৃতীদের পক্ষে জানা সম্ভব নয়। তবে শুধুমাত্র টাকা নাকি নেপথ্যে অন্য রহস্য আছে সেটা জানা খুব দরকার। এই অবস্থায় স্কুলে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে চিন্তায় রয়েছেন প্রধান শিক্ষিকা।
আরও পড়ুন- দ্বিতীয়বার চণ্ডীগড়ের প্রদর্শনী থেকে স্বর্ণপদক কলকাতা পুলিশের অশ্বারোহী বাহিনীর ঝুলিতে
পর্ণশ্রী থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের তরফে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শুধুমাত্র টাকা পয়সা চুরি করা মুখ্য উদ্দেশ্য ছিল না। চোর অন্য কোনও উদ্দেশ্য নিয়েই এসেছিল। প্রধান শিক্ষিকার ঘর ও অ্যাকাউন্টসের ঘর মোট সাতটি আলমারি ছিল। প্রতিটির লকার খোলা। ব্যাঙ্ক থেকে তোলা ১০ হাজার টাকা উধা হয়ে গিয়েছে। জানা গিয়েছে সম্পূর্ণ ঘটনার বিশদে তদন্ত শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ।