রাজধানী বেজিংয়ের বিভিন্ন দোকান ও শপিং মলে উপচে পড়া ভিড়। সকলেই দ্রুত নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে রাখতে চাইছেন। আশঙ্কা, চিনের বিভিন্ন শহরের লকডাউন জারি হতে পারে। সম্প্রতি চিনে করোনার সংক্রমণ নতুন করে ছড়াচ্ছে। সংক্রমণ প্রতিরোধ করতে বেশ কিছুদিন ধরেই লকডাউন জারি রয়েছে সাংহাই শহরে।
আরও পড়ুন-পাকিস্তানকে হুমকি
তা সত্ত্বেও শেষ ২৪ ঘণ্টায় এই শহরে করোনায় প্রাণ হারিয়েছেন ৫১ জন। সাংহাই শহরে টাটকা ফল, শাকসবজি কোনও কিছুই মিলছে না। এমনকী, কোভিড ছাড়া অন্য রোগে যারা আক্রান্ত হয়েছেন তারাও উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না। সংক্রমণ ঠেকাতে বেজিং, সাংহাই-সহ বিভিন্ন শহরে ব্যাপক হারে নমুনা পরীক্ষা চলছে। চিনা প্রশাসন স্বীকার করে নিয়েছে, দ্রুত লকডাউন জারি করার ফলে দেশে মহামারীর প্রকোপ ঠেকানো গিয়েছে এটা ঠিক। কিন্তু এর ফলে ব্যবসা-বাণিজ্যের বড় মাপের ক্ষতি হয়েছে।