দুর্গা মণ্ডপেও লকডাউন

Must read

অনুপম সাহা, দিনহাটা : লকডাউন গত দু’বছর ধরে জনজীবনকে বিপন্ন করে তুলেছে। সেই ‘লকডাউন’ই পুজোভাবনায় নিয়ে এল ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী দিনহাটা মহকুমার সাহেবগঞ্জের ‘আমরা কজন’ দুর্গাপূজা কমিটি। পঞ্চমী তিথিতে উদ্বোধন হয়। দ্বিতীয় বর্ষের পুজোভাবনা ‘লকডাউন’। মণ্ডপ সম্মুখে একটি বড় তালা শিকলবন্দি। থার্মোকল, বিভিন্ন মাটির মূর্তি, মুখোশ দিয়ে সেজেছে মণ্ডপ। পাশাপাশি বনদেবীর আদলে হয়েছে প্রতিমা। পুজো কমিটির সভাপতি উজ্জ্বল তালুকদার বলেন, কমিটির সদস্যরা নিজেদের মধ্যে চাঁদা তুলে এ বছর পুজো করছি। আশা করছি, পুজো দেখতে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় জমাবেন। লকডাউনে জীবন-জীবিকা নিয়ে অনেক প্রশ্ন ছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর উদ্যোগে তা সমাধানও হয়। স্বভাবতই এই বিষয়টি উঠে এল পুজোর থিমে।

Latest article