প্রতিবেদন: পঞ্চম পর্বের পরে এবারে ষষ্ঠ পর্বের (LS Vote Phase 6) নির্বাচনের পালা। প্রস্তুতিপর্ব চূড়ান্ত। আজ, শনিবার ভোটাধিকার প্রয়োগ করবেন দেশের ৮ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৮ লোকসভা কেন্দ্রের (LS Vote Phase 6) মানুষ। দিল্লি এবং হরিয়ানায় সব আসনেই ভোট হবে এদিন। বিশেষ নজর কাড়বে এই দুই রাজ্যের ১৭টি আসন। দেশের ৫৮টি আসনের মধ্যে ৪৯টি সাধারণ প্রার্থীদের জন্য বরাদ্দ রয়েছে৷ দু’টি তফসিলি উপজাতি ও সাতটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত। ষষ্ঠপর্বে মোট প্রার্থীর সংখ্যা ৮৮৯৷ ১১ কোটির বেশি ভোটার তাঁদের ভাগ্য নির্ধারণ করবেন৷ বিহারের ৮, হরিয়ানার সবক’টি অর্থাৎ ১০টি আসনে, বাংলার ৮ আসনে, ঝাড়খণ্ডের ৪টি, ওড়িশার ৬টি, উত্তরপ্রদেশের ১৪টি, দিল্লির সবক’টি অর্থাৎ ৭ আসনে এবং জম্মু ও কাশ্মীরে একটি আসনে ভোটগ্রহণ হবে৷ তৃতীয় দফায় আবহাওয়ার সমস্যার কারণে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি আসনের ভোট স্থগিত করে দেওয়া হয়৷ সেই আসনেও শনিবার ভোট নেওয়া হবে। উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে প্রবল তাপপ্রবাহ নিশ্চিতভাবেই কিছুটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন- শাহী শাহবাজ, ঘূর্ণিঝড়ে বিদায় সঞ্জুর রাজস্থানের, ফাইনালে কলকাতা বনাম হায়দরাবাদ