আজ, শুক্রবারও বিজেপি ঘনিষ্ঠ আদানি গোষ্ঠীর শেয়ার জালিয়াতি ইস্যুতে উত্তাল হল সংসদ (Adani Issue- Parliament)। মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশ্যে আসার পর রক্তক্ষরণ অব্যাহত আদানি গোষ্ঠীর (Adani Group)। এই ঘটনায় যৌথ সংসদীয় কমিটি বা সুপ্রিম নজরদারিতে তদন্তের দাবিতে সংসদের দুই কক্ষে সরব হল বিরোধীরা। এই ইস্যুতে সরকারের কাছে আলোচনারও দাবি জানানো হয় বিরোধীদের তরফে। বিক্ষোভের জেরে দুপুর ২.৩০ পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভা। এবং আগামী সোমবার পর্যন্ত মুলতুবিও করা হয়েছে লোকসভা।
আরও পড়ুন: ৪ বছরে ২১ বার বিদেশ ভ্রমণ মোদির, খরচ প্রায় ২৩ কোটি!
আদানি ইস্যুতে (Adani Issue- Parliament) সরকারকে চাপে ফেলতে এককাট্টা হয়েছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। সংসদীয় রণকৌশল তৈরিতে বৃহস্পতিবার কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দিয়েছিল ২০ টি রাজনৈতিক দল। শুক্রবারও সকাল ১০ টা নাগাদ বৈঠক ডাকে কংগ্রেস। যেখানে উপস্থিত হয় ১৬ টি বিরোধী রাজনৈতিক দল। যেখানে কংগ্রেসের পাশাপাশি উপস্থিত ছিল ডিএমকে, সপা, বিআরএস, আপ, আরজেডি, জেডিইউ, সিপিএম, সিপিআই, এনসিপি সহ অন্যান্য দলগুলি। তবে এই বৈঠকে তৃণমূলের তরফে কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, আদানি ইস্যুতে সরকারকে চাপে ফেলতে কোনও কসুর করবে না বিরোধীরা। সেইমতো এই ইস্যুতে সংসদে আদানি গোষ্ঠীর বিপর্যয় নিয়ে আলোচনার দাবি জানায় বিরোধীরা। পাশাপাশি গোটা ঘটনায় যৌথ সংসদীয় কমিটি বা সুপ্রিম নজরদারিতে তদন্তের দাবিতে বিক্ষোভ দেখায় বিরোধীরা। তুমুল হইহট্টগোলের জেরে আগামী সোমবার পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভা। পাশাপাশি ২.৩০ পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভাও।