ভক্তদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সাজছে লোকনাথ মন্দির

ফলে ভক্তদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে লোকনাথ মন্দিরকে ঢেলে সাজানো হচ্ছে।

Must read

প্রতিবেদন : ভক্ত ও পর্যটকদের কাছে ক্রমে আরও আকর্ষণীয় হয়ে উঠছে চাকলার লোকনাথ ধাম। বাড়ছে তাঁদের নিত্য আসা-যাওয়া। ফলে ভক্তদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে লোকনাথ মন্দিরকে ঢেলে সাজানো হচ্ছে। ইতিমধ্যেই প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ের কাজ প্রায় ৩৫ শতাংশ শেষ। এবার তৃতীয় পর্যায়ের কাজের প্রস্তাবনা জমা পড়েছে। এই পর্যায়ে ১২টি কাজের প্রস্তাব দেওয়া হয়েছিল।

আরও পড়ুন-মেকি শ্রমিকদরদি বামেরা কেরলে মোদির বিলের সমর্থক, শ্রমিক সমাবেশে ঋতব্রত

এই বিষয়ে সল্টলেকের উদায়াচল গেস্ট হাউসে বৈঠক হয়। উপস্থিত ছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়, পূর্তমন্ত্রী পুলক রায়, উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) ইন্দ্রনীল ভট্টাচার্য, ওসি (পর্যটন) মানস চক্রবর্তী, মন্দির কর্তৃপক্ষ-সহ সংশ্লিষ্ট অনেকে। আলোচনায় প্রস্তাবিত বেশ কয়েকটি বিষয় গৃহীত হয়। বাকিগুলিও আগামী দিনে আলোচনার মাধ্যমে কাজ হবে। তৃতীয় পর্যায়ের কাজের এস্টিমেট তৈরি হচ্ছে। ডিসেম্বর মাসের ২৩, ২৪ তারিখে চাকলা লোকনাথ মন্দিরে অনুষ্ঠান আছে, তাই তৃতীয় পর্যায়ের প্রস্তাবিত কাজগুলি তার আগেই শেষ করা হবে। বনমন্ত্রী বলেন, ‘মুখ্যমন্ত্রী চাকলা ও কচুয়ার লোকনাথ মন্দিরের সামগ্রিক উন্নয়নে কাজ করে চলেছেন। কচুয়া মন্দিরের কাজ শেষ হয়েছে। চাকলার কাজ চলছে। ভোগদানের প্রথম ও দ্বিতীয় তলে খাওয়ার জায়গায় পাথর বসবে। রান্না ও কীর্তনের জায়গার আধুনিকীকরণ হবে। মহিলাদের পৃথক স্নানের ঘাট-সহ আরও কয়েকটি প্রস্তাব নিয়ে আগামী দিনে ভাবা হবে।’

Latest article