বেহাল রেলের দূরপাল্লার ভ্রমণ

আরটিআই করে তাঁরা জানতে চান এসি-তে ব্যবহার হওয়া বেডশিট, বালিশ ও কম্বল পরিষ্কার রাখতে কী ব্যবস্থা নেয় রেল কর্তৃপক্ষ।

Must read

প্রতিবেদন: যাত্রী সুরক্ষার পাশাপাশি ভারতীয় রেলে দূরপাল্লার ভ্রমণ পরিষেবার নিরিখেও ক্রমশ আতঙ্কের হয়ে উঠছে। দূরপাল্লার ট্রেনের সফরে বেশিরভাগ যাত্রী এসি কোচে সফর করাকেই প্রাধান্য দেন। সম্প্রতি সেই সব কোচে ধোপদুরস্ত বেডসিটের সঙ্গে বালিশের কভার দিয়ে রেলের মান খানিকটা বাঁচানোর চেষ্টা হয়েছে। তবে যে কম্বলকে ভরসা করে এসি কোচে সফর করছেন, তার হাল জানলে চমকে উঠতে হবে। সম্প্রতি আরটিআইয়ের প্রশ্নের উত্তরে রেল যা জানিয়েছে তাতে এসিতে কম্বল গায়ে দিয়ে ঘুমানোর সাধ মিটে যেতে পারে।

আরও পড়ুন-শাহের বিরুদ্ধে কানাডার অভিযোগে অস্বস্তি, প্রতিবাদ জানাল নয়াদিল্লি

বেশ কিছু রেলযাত্রী রেলের যাত্রী সুরক্ষা ও পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বহুক্ষেত্রে কম্বল বা বালিশ থেকে দুর্গন্ধ, এমনকী পোকা বেরোনোর ঘটনায় উঠেছে এই সব প্রশ্ন। আরটিআই করে তাঁরা জানতে চান এসি-তে ব্যবহার হওয়া বেডশিট, বালিশ ও কম্বল পরিষ্কার রাখতে কী ব্যবস্থা নেয় রেল কর্তৃপক্ষ। উত্তরে রেলের পরিবেশ ও হাউস কিপিং ম্যানেজমেন্ট বিভাগের আধিকারিক রিষু গুপ্তা দাবি করেন, রেলের কম্বল পরিষ্কার করা হয় মাসে একবার। অত্যন্ত খারাপ পরিস্থিতি হলে দুবার ধোপাখানায় পাঠানো হয়। বিপুল সংখ্যক আরটিআই-এর পরে রেলের আধিকারিকরা দাবি করছেন রেল থেকে কম্বল ব্যবস্থাই তুলে দেওয়া উচিত।

Latest article