বিহারে চলতি বছর বিধানসভা নির্বাচন। তাই কেন্দ্রের বিজেপির নজরও এবার বিহার-জয়। সেই কারণে বাজেট (Budget 2025) শুধুই নিতীশ-রাজ্যের। সুতরাং এই বাজেট সাধারণের জন্য নয়, এটি রাজনৈতিক বাজেট। শুধু তাই নয় বাজেতে মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং উচ্চবিত্ত সমস্তটা গুলিয়ে দিয়েছে বিজেপির অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। কারণ ট্যাক্সের যে স্ল্যাব করা হয়েছে মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত ছার। তার মানে দেশে মাসে ১ লক্ষ টাকা ক’জন মানুষ পায়? তাহলে ১ লক্ষ টাকা পর্যন্ত বেতন পেলে মধ্যবিত্ত। তাহলে প্রশ্ন যিনি ৩০, ৪০, ৫০ হাজার বেতন পান তিনি কী? কেন্দ্র তো এখানে গরিব শ্রেণি বলে কাউকে ধার্যই করছে না। গরিবদের জন্য কিছুই নেই।
বাজেট (Budget 2025) ভাষণের একেবারে শেষে ব্যক্তিগত কর ঘোষণার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে না। এতটা শুনে যখন সবাই উচ্ছ্বসিত, তখন ইতি গজ-র মতো নির্মলা জানান, এই কর ছাড়ের পরিকাঠামো লাগু হবে শুধুমাত্র বেতনভোগীদের উপর। মূলধন থেকে আয়ে এই ছাড় কার্যকর নয়। সেখানে বার্ষিক ৪লক্ষ টাকা উপর আয়ে কর দিতে হবে।
আরও পড়ুন- আরও বিপদে অধ্যাপিকা, তদন্ত কমিটি জানাল ‘বিয়ে’ পাঠ্যর অংশ নয়
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা বাজেট পড়ার সময় তিনি বলেন, “মধ্যবিত্তদের উপর ভরসা রাখছে সরকার। আর তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।“ জানান, চাকরিজীবীদের ব্যক্তিগত আয়করে ১২ লক্ষ টাকা পর্যন্ত কোনও করই দিতে হবে না। সঙ্গে স্ট্যান্ডার্ড ডিডাকশানের পরিমাণ ৭৫ হাজার টাকাই থাকছে। ফলে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ের উপর কোনও কর দিতে হবে না।
পরে ব্যাখ্যা দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, এই ছাড় শুধু মাত্র বেতনভোগীদের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ মূলধন থেকে আয়ে ৪ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত রাখা হয়েছে। ৮-১২ লাখ টাকার ১০%, ১২-১৬ লাখ টাকার ক্ষেত্রে ১৫% এবং ২৪ লাখ টাকার বেশি আয়ের ক্ষেত্রে আগের মতোই ৩০% কর বহাল রয়েছে।
নির্মলার ঘোষণা অনুযায়ী, কেউ যদি চাকরির পাশাপাশি অন্য কোনও মূল থেকে আয় করেন সেখানে তাঁকে কর দিতে হবে। অর্থাৎ স্টার্টআপের মাধ্যমে ব্যবসা শুরু করা মধ্যবিত্তর বিনিয়োগকারীদের ক্ষেত্রে তেমন স্বস্তি মিলল না।
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…