সংবাদদাতা, জঙ্গিপুর : আবহাওয়া দফতরের ঘোষণা মতো কেরলে প্রবেশ করেছে বর্ষা। পশ্চিমবঙ্গে প্রবেশ করতে আর বেশি দেরি নেই। এরই মধ্যে নিকাশি ব্যবস্থা উন্নত করার উদ্যোগ নিল মুর্শিদাবাদের সুতি বিধানসভার ১৩টি গ্রাম পঞ্চায়েত। বিভিন্ন গ্রামে কোথাও নতুন ড্রেন, কোথাও ভেঙে-পড়া নালার সংস্কার করার উদ্যোগ নিল বহুতালি গ্রাম পঞ্চায়েত।
আরও পড়ুন-ডাকঘর দখল করে বিজেপির রাজনৈতিক কর্মসূচি, প্রতিবাদ
এদিন প্রধান এবং গ্রাম সংসদের সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন গ্রামের নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখেন সুতির বিধায়ক ইমানি বিশ্বাস। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে নানা জটিলতায় আটকে থাকা সমস্যার সমাধান করেন। পরে গ্রামে রাস্তার পাশে ড্রেন, গ্রামের মজে যাওয়া, ভেঙে-পড়া নালা নতুনভাবে সংস্কার করার ব্যবস্থা করেন। ইমানি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বর্ষার আগেই যত দ্রুত সম্ভব সংস্কারকাজ সেরে ফেলতে হবে। পড়ে-থাকা বা আইনি জটিলতায় বন্ধ হয়ে থাকা কাজগুলি দ্রুততার সঙ্গে সমাধান করে শুরু করতে হবে। বিভিন্ন গ্রামে বর্ষার জল যাতে সমানভাবে বেরোতে পারে তার জন্য নিকাশি ব্যবস্থার আমূল সংস্কার করা হচ্ছে। টেন্ডারও শেষ হয়েছে।