প্রতিবেদন : বাঙালি স্বামীর সঙ্গে অশান্তির কারণে সন্তানের হেফাজত চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন রুশ নাগরিক ভিক্টোরিয়া ঝিগালিনা। কিন্তু মামলার নিষ্পত্তির আগেই সন্তানকে নিয়ে নিখোঁজ হয়ে যান তিনি। এবার এই ঘটনাতেই ভিক্টোরিয়া ঝিগালিনার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দিল্লি পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়ে শীর্ষ আদালত জানিয়েছে, নিখোঁজ শিশুকে অবিলম্বে খুঁজে বার করে তার বাবার হাতে তুলে দিতে হবে দিল্লির পুলিশকে।
একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিদেশ মন্ত্রককে নির্দেশ, শিশুটির মা রুশ নাগরিক ভিক্টোরিয়া ঝিগালিনার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করতে হবে। কোনও ভাবেই তাঁকে দেশ ছেড়ে পালাতে দেওয়া যাবে না। শুক্রবার দুপুরে এই মামলার শুনানি আছে। স্ত্রীর বিরুদ্ধে রাশিয়ার গুপ্তচর হওয়ার অভিযোগ তুলে মামলা করেন চন্দননগরের যুবক সৈকত বসু। অভিযোগ, স্ত্রী ভিক্টোরিয়া জিগালিনা রাশিয়ার এফএসবি-র প্রাক্তন অফিসারের মেয়ে। বিয়ের পর ভারতেই ছদ্মবেশে বসবাস করছিলেন তিনি। বর্তমানে সন্তানকে নিয়ে নিখোঁজ সেই ভিক্টোরিয়া। অভিযোগ উঠেছে, পাড়ি দিয়েছেন রাশিয়ায়।