ভাল পরিষেবার ফলে বহু মানুষ ভারতীয় স্টেট ব্যাঙ্কের (SBI) উপর ভরসা করেন। এবার সেই ব্যাঙ্কের ভুয়ো শাখা উদ্ধার হল বিজেপি রাজ্য ছত্তীসগড়ে। কোনওরকম বৈধতা নেই অথচ দিনের পর দিন ভারতীয় স্টেট ব্যাঙ্কের ওই শাখা সাধারণ মানুষ থেকে শুরু করে বেকারদের সরলতার সুযোগ নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিল। ভুয়ো সেই ব্যাঙ্কের খবর পাওয়া মাত্রই সেটিকে বন্ধ করে দেয় পুলিশ বলেই খবর। সূত্রের খবর, শক্তি জেলার অন্তর্গত ভুয়ো ব্যাঙ্কের এই শাখাটি ১০ দিন আগেই খোলা হয়েছিল। রায়পুর থেকে ১৫০ কিলোমিটার দূরে শক্তি জেলার ছাপরিতে একটি কমপ্লেক্স ভাড়া নিয়ে ব্যাঙ্কের শাখাটি খোলা হয়।
আরও পড়ুন-জট কাটিয়ে ১০ বছর পর উচ্চপ্রাথমিক নিয়োগের প্রক্রিয়া শুরু
এসবিআইয়ের শাখা যে ভুয়ো হতে পারে ধারণাতেও আনতে পারে নি গ্রাহকেরা। ব্যাঙ্কের আদলেই সাজিয়ে তোলা হয়েছিল এই শাখাটি। কিন্তু ঘটনা প্রকাশ্যে আসে কয়েকদিন পর। ব্যাঙ্কের কর্মীদের গতিবিধি সন্দেহজনক মনে হতে শুরু করে গ্রাহকদের। এরপরেই এসবিআইয়ের প্রধান দফতরে অভিযোগ জানানো হয়। আধিকারিকরা সেখানে পৌঁছে তদন্ত শুরু করে জানতে পারে সম্পূর্ণ বিষয়টাই ভুয়ো। ব্যাঙ্কে কর্মরত ৪ জনকে আটক করে পুলিশ। সব কাগজ, কম্পিউটার ও গুরুত্বপূর্ণ নথি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি খতিয়ে দেখার কাজ চলছে। এসবিআইয়ের লোগো দেওয়া একাধিক ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন-‘সোনাগাছি’ মন্তব্যে পঙ্কজ দত্তকে তুলোধোনা হাইকোর্টের, মিলল না অন্তর্বর্তীকালীন সুরক্ষাকবচ
ব্যাঙ্কে কর্মরত এক ব্যক্তি জানায় প্রথমে চাকরি পাওয়ার জন্য ৫ লক্ষ টাকা ঘুষ চাওয়া হয়েছিল। আড়াই লাখ টাকায় রফা হয়। ৩৫ হাজার টাকা মাস মাইনের বিনিময়ে কাজে যোগ দিতে বলা হয়। স্থানীয়রা অভিযোগ জানায় গ্রামের খেটে খাওয়া মানুষদের লুঠ করার পরিকল্পনা করা হয়েছিল। কিছুদিন আগেই সাধারণ মানুষকে লোন দেওয়ার কাজও তারা শুরু করবে বলে জানানো হয় ভুয়ো ব্যাঙ্কের তরফে। ঘটনায় কারা জড়িয়ে রয়েছে সেটা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রশাসনের তোয়াক্কা না করেই এসবিআইয়ের মত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ভুয়ো শাখা কিভাবে তৈরী হয় এই নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।