ফুটবলের প্রতি ভালবাসা কখনও যাবে না : নেইমার

Must read

স্যান্টোস, ১ জুলাই : ফুটবলের প্রতি তাঁর অন্তহীন ভালবাসার কথা আরও একবার তুলে ধরলেন নেইমার দ্য সিলভা (Neymar)।
এক সাক্ষাৎকারে পরিবার ও কাছের বন্ধুদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন ব্রাজিল তারকা (Neymar)। তাতে তিনি এসব কথা বলেছেন। তাঁর পার্টনার ব্রুনা বিয়াঙ্কার্ডি তাঁর কাছে জানতে চান, কেন তিনি এখনও পেশাদার ফুটবলে রয়েছেন। জবাবে নেইমার বলেন, ফুটবলের নিয়ে আমার তাগিদ আমাকে রোজ তাড়িয়ে নিয়ে যায়। আমি ঘুম থেকে উঠি, ট্রেনিং করি। এই খেলাটার উপর আমার ভালবাসা কোনও দিন যাবে না। বরং সারা জীবন সঙ্গে থাকবে। জানি একসময় আমাকে থামতে হবে। কারণ, আমি যেভাবে চাই , সেভাবে সারা জীবন পারফর্ম করতে পারব না। কিন্তু যতদিন ফুটবল খেলার ইচ্ছে থাকবে, আমাকে সহ্য করতে হবে।
অসাধারণ ফুটবল জীবনের সঙ্গে নেইমারকে বয়ে বেড়াতে হয়েছে বিতর্কও। নেইমার বলেছেন, অন্যে কী ভাবছে সেটা নিয়ন্ত্রণ করতে পারি না। যারা আমাদের চেনে না, তাদের প্রশ্নের জবাব দেওয়া খুব কঠিন। কারও সম্পর্কে কিছু বলে দেওয়া সহজ, কিন্তু কোনও ঘটনার ভিতরে গিয়ে তলিয়ে দেখা কঠিন। আমি কেরিয়ারের পুরোসময় এসব নিয়ে ভেবে কষ্ট পেয়েছি। কারণ, যারা আমাকে চেনে না, তারা আমার ফুটবল ছেড়ে এসব নিয়ে কথা বলেছে। কিভাবে লোকে তাঁকে মনে রাখবে সেটা নিয়েও মতামত দিয়েছেন নেইমার। তিনি বলেন, আমার ফুটবল কেরিয়ার একদিন শেষ হবে। কিন্তু আমার নাম ইতিহাসে থেকে যাবে। বছর কেটে যাবে। নতুন ফুটবলাররা উঠে আসবে। পরপর প্রজন্ম আসবে। কিন্তু আমার কাছে তারাই গুরুত্বপূর্ণ যারা আমাকে চেনে।

আরও পড়ুন-সল্টলেকে সরকারি আবাসনের নীচে লরেটোর ছাত্রীর দেহ উদ্ধার

Latest article