মহিলা বিধায়কের বিরুদ্ধে অপপ্রচার! সুকান্তর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন লাভলি মৈত্র

তৃণমূল বিধায়ক অরুন্ধতী ওরফে লাভলি মৈত্রের শিক্ষাগত যোগ্যতা নিয়ে স্যোশাল মিডিয়ায় সুকান্ত মিথ্যাচার করেন বলে অভিযোগ।

Must read

তৃণমূলের মহিলা বিধায়কের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত কুৎসা করার ফলে বিজেপি (BJP) সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের করতে চলেছেন লাভলি মৈত্র। তৃণমূল বিধায়ক অরুন্ধতী ওরফে লাভলি মৈত্রের শিক্ষাগত যোগ্যতা নিয়ে স্যোশাল মিডিয়ায় সুকান্ত মিথ্যাচার করেন বলে অভিযোগ। নির্বাচনে দেওয়া লাভলির হলফনামায় সঠিক তথ্য দেওয়া সত্ত্বেও তাঁর বিরুদ্ধে তথ্য কারচুপির অভিযোগ তোলেন সুকান্ত। সেই বিষয়ে সোমবার সাংবাদিক বৈঠক করে তীব্র আক্রমণ করেন লাভলি।

আরও পড়ুন-নবান্নে অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী

নিজের শিক্ষাগত যোগ্যতার নথি দেখিয়ে এদিন লাভলি বলেন, তিনি সেন্ট পলস কলেজে স্নাতকে পড়তেন। তবে, ব্যক্তিগত পেশার কারণে সেই কোর্স শেষ করতে পারেননি। পরে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। গোয়াঙ্কা কলেজ ছিল সেই কোর্সের স্টাডি সেন্টার। সেই সব তথ্যই তিনি দিয়েছিলেন তাঁর বিধায়কের হলফনামায়। কিন্তু সেই তথ্য নিয়েই আশ্চর্যজনক ভাবে কারচুপির অভিযোগ তোলেন সুকান্ত। তীব্র কটাক্ষ করে লাভলি বলেন, একজন বাঙালি মহিলা বিধায়কের সম্মানহানির চেষ্টা করছেন বিজেপি সাংসদ। তাঁর কথায় নারীবিদ্বেষী দল বিজেপি রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে।

আরও পড়ুন-সুন্দরবনের লোকালয়ে বাঘের উপদ্রব ঠেকাতে নয়া উদ্যোগ ব্যাঘ্র প্রকল্প ও বন দফতরের

এর পরেই মোক্ষম খোঁচা দিয়ে লাভলি বলেন, মিথ্যাচার করে বিজেপি। এমন একজন অপদার্থকে কেন্দ্রীয় সরকার তার শিক্ষা দফতরের হাফপ্যান্ট মন্ত্রী করেছে। তিনি শিক্ষার সম্বন্ধে কিছুই জানেন না। যেভাবে তিনি পাবলিক ফোরামে এসে একজন মহিলা বিধায়কের নামে কিছু না জেনে বদনাম করলেন তার জন্য আমি ওঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। গোটা রাজ্যে যেভাবে বিজেপি দেউলিয়া হয়ে গিয়েছে, ওনার পদ চলে গিয়েছে সেই হতাশা থেকে তিনি এই মিথ্যাচার করছেন। কারচুপি করা ওনাদের স্বভাব। ওনারা ইভিএমেও কারচুপি করেছে সেটা আমরা দেখেছি। উনি যেভাবে আমাকে অপমান করেছে তার জন্য আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলে ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব খুব শীঘ্রই।

Latest article