লিঙ্গবৈষম্যের শিকার, অভিযোগ লভলিনার, বক্সিং কর্তার বিরুদ্ধে শুরু তদন্ত

টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন।

Must read

নয়াদিল্লি, ৭ অগাস্ট : টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন। সেই লভলিনা বরগোঁহাই এবার সোচ্চার হলেন সর্বভারতীয় বক্সিং ফেডারেশনের এক কর্তার বিরুদ্ধে। খেলরত্ন ও অর্জুন পুরস্কারজয়ী মহিলা বক্সার, ওই কর্তার বিরুদ্ধে অপমান এবং লিঙ্গবৈষম্যের মতো গুরুতর অভিযোগ তুলেছেন। যদিও অরুণ মালিক নামের ওই কর্তা, যিনি আবার অবসরপ্রাপ্ত কর্নেল, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। গুরুতর এই অভিযোগে নড়চড়ে বসেছে সর্বভারতীয় অলিম্পিক সংস্থা। গোটা ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে তারা।

আরও পড়ুন-প্রাক্তন ছাত্র গম্ভীরের সাফল্যে খুশি কার্স্টেন

লভলিনার অভিযোগ, গত ৮ জুলাই একটি ভার্চুয়াল মিটিংয়ে তাঁকে ওই কর্তা চিৎকার করে বলেন, চুপ করে মাথা নিচু করে বসে থাকো। আমাদের কথা মেনেই তোমাকে চলতে হবে। লভলিনার বক্তব্য, এটা শুধু আমাকে অপমান নয়। সব মহিলা ক্রীড়াবিদদের প্রতি অপমান। আমি মর্মাহত। মানসিকভাবে ভেঙে চুরমার হয়ে গিয়েছি। প্রসঙ্গত, আসন্ন মহিলা ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ উপলক্ষে লভলিনার প্রস্তুতি সংক্রান্ত বিষয় নিয়ে হয়েছিল ওই ভার্চুয়াল মিটিং। সেখানে লভলিনা নিজের ব্যক্তিগত কোচকে জাতীয় শিবিরে রাখার অনুমতি চাইলে, ওই কর্তা রীতিমতো খেপে গিয়ে ওই আচরণ করেন বলে অভিযোগ।

Latest article