নিম্নচাপ অক্ষরেখা, কবে বৃষ্টি বাংলায়?

আবহাওয়া দফতর তরফে জানা গিয়েছে আগামী ২০ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ বজায় থাকবে

Must read

আবহাওয়া দফতর তরফে জানা গিয়েছে আগামী ২০ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ বজায় থাকবে। কিন্তু ২০ তারিখের পর বৃষ্টির একটা ক্ষীণ সম্ভাবনার রয়েছে। এতটা আগে বৃষ্টির পূর্বাভাস দেওয়া যায় না। তবু কিছুটা হলেও বোঝা যাচ্ছে। হাওয়া অফিস সূত্রে খবর নিম্নচাপ অক্ষরেখার ফলে বৃষ্টির এই মুহূর্তে কোনও সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে। অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে। নিম্নচাপ অক্ষরেখার জেরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়বে। ঘাম আরও বাড়বে।

আরও পড়ুন-আজ গুজরাটের বিরুদ্ধে বদলার ম্যাচ রাজস্থানের

বৃষ্টির জন্য যে পরিমাণ জলীয় বাষ্প দরকার নিম্নচাপ অক্ষরেখার ফলে ততটা জলীয় বাষ্প একেবারেই ঢুকছে না রাজ্যে। বৃষ্টির আপাতত কোনও সম্ভাবনা নেই। উত্তরপশ্চিম থেকে আসা গরম হাওয়ার কারণে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় যে শুষ্কতা ছিল সেটা এই জলীয় বাষ্পের জেরে বিদায় নিতে পারে।

আরও পড়ুন-রবিবারের গল্প: রূপান্তর

আজ রবিবার সূর্যের তেজে দাবদাহ অব্যাহত কলকাতায়। কিন্তু আজ তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে না। আগামী ২০ এপ্রিল পর্যন্ত আবহাওয়ার কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

Latest article