চতুর্থীতে নয়া নিম্নচাপ, ভারী বৃষ্টির আশঙ্কা

এক বিভীষিকাময় রাত দেখল বাংলা তথা কলকাতা। নিম্নচাপের জেরেই এই বৃষ্টি। তবে আরও একবার এইরকম বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

Must read

প্রতিবেদন: এক বিভীষিকাময় রাত দেখল বাংলা তথা কলকাতা। নিম্নচাপের জেরেই এই বৃষ্টি। তবে আরও একবার এইরকম বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। চতুর্থীর দিন অর্থাৎ বৃহস্পতিবার নতুন করে তৈরি হবে নিম্নচাপ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওডিশা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে নিম্নচাপটি। পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে শুক্রবার অর্থাৎ পঞ্চমীতে। প্রভাব থাকবে দক্ষিণ ওডিশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে। ষষ্ঠীতে এটি ওড়িশা এবং অন্ধ্র উপকূলের স্থলভাগে প্রবেশ করবে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায় ধীরে ধীরে দুর্বল হবে। হাওয়া অফিস জানাচ্ছে, অতীতে ১৯৭৮ সাল এবং ১৯৮৬ সালের সেপ্টেম্বর মাসে ২৫১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। কলকাতায় রেকর্ড বৃষ্টির কারণ হিসেবে আবহাওয়াবিদরা বলছেন, নিম্নচাপের কারণে এই বৃষ্টিপাত হয়েছে। আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুন-বিরোধীদের সপাট জবাব কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর, ফরাক্কায় ড্রেজিং না হওয়াতেই, গঙ্গার নিম্ন অববাহিকা টইটম্বুর

বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
শনিবারও ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কলকাতা-সহ অন্যান্য সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তবে উত্তরের আপাতত ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই।

Latest article