নিম্নচাপের বৃষ্টি, বাড়ছে নদীর জল, ভাসছে ঘাটাল-ঝাড়গ্রাম-অণ্ডালজলের তলায় থানা, পুরসভা

ইতিমধ্যে কাজে নেমে পড়েছে প্রশাসন। বন্যাকবলিত এলাকায় ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। বিপন্ন লোককে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Must read

সংবাদদাতা, ঘাটাল : বাড়ছে ঘাটালে (Ghatal) বন্যার জল। জলের তলায় ডুবেছে ঘাটাল থানা ও ঘাটাল পুরসভা-সহ ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। কয়েক দিনের নিম্নচাপের বৃষ্টির জেরে ঘাটালের শিলাবতী নদী, চন্দ্রকোনার কেঠিয়া ও মনশুকার ঝুমি নদীর জল বেড়ে প্লাবিত ঘাটাল, চন্দ্রকোনা ও দাসপুরের ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। বাড়ছে ঘাটালের বন্যার জল, জলে ডুবেছে একাধিক রাজ্য সড়ক থেকে শুরু করে বিঘের পর দিকে কৃষিজমি। জল পেরিয়ে নৌকা ও ডিঙি করে চলছে যাতায়াত।

আরও পড়ুন-আসন্ন শীতে বাতিল বহু দূরপাল্লার ট্রেন

ঘাটাল থানা ও ঘাটাল পুর এলাকা জলের তলায়। ঘাটাল থানায় একমানুষ জল, ইতিমধ্যেই ঘাটাল থানার গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে অন্যত্র থানা অন্যত্র সরিয়ে অস্থায়ীভাবে থানার কাজ চলছে। বন্যার জল বাড়ায় চরম সমস্যায় পড়েছে ঘাটালের বানভাসি এলাকার মানুষজন। ইতিমধ্যে কাজে নেমে পড়েছে প্রশাসন। বন্যাকবলিত এলাকায় ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। বিপন্ন লোককে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Latest article