জাতীয়

কেন্দ্রীয় প্রকল্পে ব্যবহার হচ্ছে নিম্নমানের সামগ্রী, সংসদীয় কমিটির রিপোর্টে উঠে এল তথ্য

প্রতিবেদন : কেন্দ্রীয় প্রকল্পের কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। সংসদে পেশ হওয়া অ্যাকশন টেকেন রিপোর্টে বলা হয়েছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় রাস্তা তৈরিতে ব্যবহার করা হচ্ছে অতি নিম্নমানের সামগ্রী, যে-কারণে সময়ের আগেই রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। গুণগত মানে আপস করায় একই রাস্তার জন্য দ্বিতীয়বার অর্থবরাদ্দ করতে হচ্ছে। এর ফলে অপচয় হচ্ছে বিপুল অর্থ। এই সমস্যার শেকড় খুঁজতে গিয়ে উঠে এসেছে নজরদারির অভাব ও দুর্নীতির ইস্যু। এর প্রেক্ষিতে বিষয়টি গুরুত্বসহকারে দেখার সুপারিশ করে উদ্বেগ প্রকাশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি (Parliamentary Standing Committee)।
দেশের যোগাযোগ ব্যবস্থা এবং পরিকাঠামো উন্নয়নের জন্য ২০০০ সালে চালু হয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। এখনও পর্যন্ত এই প্রকল্পে ৭ লক্ষ কিলোমিটারের কিছু বেশি রাস্তা তৈরি করা হয়েছে। সংসদে পেশ করা অ্যাকশন টেকেন রিপোর্ট (এটিআর) প্যানেলের কাছে ব্যাখ্যা দিয়েছে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক। কিন্তু সেই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় সংসদীয় কমিটি। রাস্তা তৈরির গুণগত মান পরীক্ষার জন্য সংসদীয় কমিটির দেওয়া মানদণ্ড অনুযায়ী সরকার যে পদক্ষেপ করেনি তাও রিপোর্টে উঠে এসেছে। গ্রামোন্নয়ন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ডিএমকে সাংসদ কানিমোঝি।
রিপোর্ট অনুযায়ী, এর আগেও জুলাই মাসে বাদল অধিবেশনের সময় যে রিপোর্ট দেওয়া হয়েছিল সেখানেও গ্রাম সড়ক যোজনায় তৈরি হওয়া রাস্তার গুণগত মান উন্নত করার জন্য কেন্দ্রীয় সরকারকে বলা হয়েছিল। এমনকী, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তৈরি হওয়া রাস্তার গুণগত মানের সঙ্গে যেভাবে আপস করা হচ্ছে, তা অপ্রত্যাশিত বলে উল্লেখ করা হয়েছিল তৎকালীন রিপোর্টে। সস্তার দরপত্র ডাকার কারণেই কেন্দ্রীয় সরকারকে কাজের গুণগত মানের সঙ্গে আপস করতে হচ্ছে বলে মত সংসদীয় কমিটির (Parliamentary Standing Committee)। সংসদীয় কমিটি জানিয়েছে, এমন অনেক উদাহরণ রয়েছে, যেখানে রাস্তা নির্মাণে এতটাই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে যে রাস্তা তৈরির পর তা আবহাওয়া এবং যান চলাচলের চাপই সহ্য করতে পারছে না। ফলে একটি মরশুমের বর্ষাতেই রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে।
গত জুলাইয়ে করা সুপারিশের প্রেক্ষিতে দায়সারাভাবে জবাব দিয়েছে কেন্দ্র। তাতে জানানো হয়েছে, ঠিকাদারদের কাজের গুণগতমান যাচাই করা হচ্ছে এবং কাজের গুণগত মান ভাল না হলে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, কমিটির বক্তব্য, মন্ত্রকে কঠোর বিধি থাকা সত্ত্বেও কমিটি নিম্নমানের রাস্তা এবং মেয়াদের অনেক আগেই সেই রাস্তা খারাপ হয়ে যাওয়ার ঘটনায় উদ্বিগ্ন। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় কাজের বরাত দেওয়ার যেসব নিয়ম আছে সেগুলি যাতে সঠিকভাবে মানা হয়, সেদিকে নজর দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

আরও পড়ুন- রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে আরও অস্ত্র, ঘোষণা মার্কিন বিদেশ সচিবের

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

37 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

1 hour ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

1 hour ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

1 hour ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 hour ago