প্রতিবেদন : দেশের অর্থনীতিতে অশনি সংকেত। একধাক্কায় অনেকটাই কমতে চলেছে জিডিপি বৃদ্ধির হার। কেন্দ্রীয় পরিসংখ্যান দফতরের তথ্যই বলছে, ২০২৪-২৫ অর্থবর্ষে সার্বিক বৃদ্ধির যে পূর্বাভাস দিয়েছে তা সত্যিই অত্যন্ত উদ্বেগজনক। ২০২৩-২৪ অর্থবর্ষে দেশে আর্থিক বৃদ্ধির হার ছিল ৮.২ শতাংশ। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের তথ্যের দাবি, ২০২৪-২৫ অর্থবর্ষে সেই হার কমে দাঁড়াতে পারে ৬.৪ শতাংশ।
আরও পড়ুন-দিল্লি বিধানসভার ভোট ৫ ফেব্রুয়ারি, লড়াই ত্রিমুখী
যার মানে দাঁড়ায়, একধাক্কায় আর্থিক বৃদ্ধির হার কমতে পারে ১.৮ শতাংশ। ৪ বছরের মধ্যে যা সর্বনিম্ন। লক্ষণীয়, অগ্রিম জিডিপি অনুমান কেন্দ্রীয় বাজেট প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের ধীরগতির ইঙ্গিত দেয়। এই পূর্বাভাস আর্থিক বছর ২৪-এর জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের প্রবৃদ্ধির তীব্র পতনের পর এসেছে, যা মাত্র ৫.৪% ছিল এবং অনেককে অবাক করেছে।