জাতীয়

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

পূর্ণেন্দু রায়, নয়াদিল্লি : মাসের প্রথম দিনেই ফের বাড়ল রান্নার গ্যাসের দাম।বুধবার পেট্রোলিয়াম কোম্পানিগুলি ভর্তুকিবিহীন তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে ২৫ টাকা বাড়িয়েছে। ভর্তুকিযুক্ত ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এখন কলকাতায় প্রতি সিলিন্ডারে ৯১১ টাকা হবে। দু’সপ্তাহের ব্যবধানে এলপিজি সিলিন্ডারের দ্বিতীয় মূল্য বৃদ্ধি।অতিমারির সময়কালে এমনিতেই আর্থিক অস্বচ্ছলতা এসেছে বহু পরিবারে৷ করোনার কোপে চাকরি খুইয়েছেন বহু মানুষ৷ অনেকে সংসার চালাতে জীবিকার অন্য পথ বেছে নিতে বাধ্য হয়েছেন৷২০১৪ সালে যেখানে এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৪১০.৫০ টাকা, সেখানেই বর্তমানে তা ৯১১ টাকায় বেড়ে দাঁড়িয়েছে।

গত ১৮ আগস্ট, গ্যাস কোম্পানিগুলি এলপিজি সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে ২৫ টাকা বাড়িয়েছিল।দু’সপ্তাহের ব্যবধানে একইভাবে, ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে ১৯ টাকা বৃদ্ধি করা হয়েছিল।বুধবার বাণিজ্যিক সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি ৭৫ টাকা বাড়ানো হয়েছে , ফলে এখন প্রতি সিলিন্ডারে ১৬৯৩ টাকা খরচ হবে।

আরও পড়ুন : আগরতলায় পৌঁছেই বিজেপিকে একহাত সুস্মিতার 

উল্লেখ্য, গত বছর ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত এলপিজির দাম ধাপে ধাপে ১৯০ টাকা বেড়েছে। দাম বেড়েছে কমার্শিয়াল সিলিন্ডারেরও।রান্নার গ্যাসের দাম বৃদ্ধি ইস্যুতে বিজেপি বিরোধী দলগুলি কেন্দ্রের তুমুল সমালোচনায় সরব হয়েছে৷ যদিও গ্যাসের দাম কমানো নিয়ে তৎপর হওয়ার পরিবর্তে মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জ্বালানির আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির পক্ষে সওয়াল করেছেন সাংবাদিক বৈঠক করে৷এদিকে, সাধারণ মানুষের হেঁশেলে আগুন।

অন্যদিকে, পেট্রলের দাম লিটারে একশো টাকা ছাড়িয়েছে৷ পেট্রলের ঘাড়ে নিঃশ্বাস ফেলে ছুটছে ডিজেলও৷ দেশের একাধিক রাজ্যে ডিজেলের দামও লিটারে ১০০ ছোঁয়া সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে৷ পেট্রোপণ্যের লাগাতার দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে বাজারদরে৷ প্রায় সব জিনিসের দাম বেড়ে গিয়েছে৷ পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় দাম বাড়ছে নিত্য-প্রয়োজনীয় সামগ্রীর৷

Jago Bangla

Recent Posts

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

25 minutes ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

3 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

6 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

6 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

6 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

7 hours ago