নিমেষের মধ্যে বাক্স খুলতেই গ্যাসে ভরে গেল বিমানবন্দরের (Airport) ভিতরের একাংশ। সেই গ্যাস নাকে যেতেই জ্ঞান হারালেন বেশ কয়েকজন বিমানবন্দরের কর্মী। শুরু হল বিমানবন্দরে তুমুল শোরগোল। আতঙ্কে বিমানবন্দরে ছোটাছুটি শুরু করলেন অন্যান্য কর্মী সহ যাত্রীরা। পরিস্থিতি সামলাতে দ্রুত ফাঁকা করে দেওয়া হল বিমানবন্দরে দেড় কিলোমিটার এলাকা। চরম বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে ছুটে এল এনডিআরএফ, এসডিআরএফ।
আরও পড়ুন-সবজির জোগান স্বাভাবিক রাখা ও কালোবাজারি বন্ধে পরিকল্পনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কড়া নজর রাজ্যের
শনিবার সকালে লখনউয়ের চৌধুরী চরণ সিং বিমানবন্দরে কার্গো বিভাগে ফ্লোরিন গ্যাস লিক করে। অজ্ঞান হয়ে যান দুইজন। প্রাণভয়ে ছুটতে শুরু করেন সকলেই। পদদলিত হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়। ঘটনাস্থলে আসে পুলিশ, দমকল বাহিনী, এনডিআরএফ ও এসডিআরএফ। বিমানবন্দরের টার্মিনাল ৩-র কার্গো অংশে ফ্লোরিন গ্যাস লিক করে। জানা গিয়েছে, ক্যানসারের রোগীদের রেডিওথেরাপির ওষুধ তৈরির জন্যই ফ্লোরিন গ্যাস আনা হচ্ছিল। গুয়াহাটিগামী একটি বিমানে ওই কার্গো বাক্স পাঠানোর কথা হয়। চেকিং মেশিনে দেওয়ার সময় দেখা যায়, বাক্সটির ওজন বেশি। নিমেষের মধ্যেই বেজে ওঠে অ্যালার্ম। বিমানবন্দরের কর্মীরা বাক্সটি খুলতে ভিতর থেকে বেরিয়ে আসে গ্যাস। বিমানবন্দরে ছড়িয়ে পড়ে সেই গ্যাস। কর্মী ও যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক।