সানরাইজার্সকে হারিয়ে তিনে সুপার জায়ান্টস

সানরাইজার্স হায়দরাবাদ ১৮২/৬ (২০ ওভার) লখনউ সুপার জায়ান্টস ১৮৫/৩ (১৯.২ ওভার)

Must read

হায়দরাবাদ, ১২ মে : সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে আইপিএলের প্লে-অফের স্বপ্ন জিইয়ে রাখল লখনউ সুপারজায়ান্টস (Hyderabad vs Lucknow)। অন্যদিকে, হেরে সানরাইজার্সের প্রথম চারে থাকার আশা কার্যত শেষ। ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আপাতত তিনে উঠে এল লখনউ।
শনিবার প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে লড়াই করার মতোই রান তুলেছিল হায়দরাবাদ। হেনরিখ ক্লাসেন ২৯ বলে ৪৭ এবং আব্দুল সামাদ ২৫ বলে অপরাজিত ৩৭ রান করেন। রান তাড়া করতে নেমে, শুরুতেই কাইল মেয়ার্সের (২) উইকেট হারিয়েছিল লখনউ। কুইন্টন ডি’ককও ২৯ করে প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু পেরাক মানকড় ও মার্কাস স্টয়নিসের ৭৩ রানের পার্টনারশিপ দলকে লড়াইয়ে ফিরিয়ে এনেছিল। স্টয়নিস ২৫ বলে ৪০ করে আউট হওয়ার পর, বাকি কাজটা সারেন নিকোলাস পুরান (১৩ বলে অপরাজিত ৪৪) ও পেরাক (৪৫ বলে অপরাজিত ৬৪)।
হায়দরাবাদের (Hyderabad vs Lucknow) ইনিংসের ১৯তম ওভারে আবেশ খানের করা বল ব্যাটার আব্দুল সামাদের কোমর উচ্চতায় উড়ে এলে নো বল ডাকেননি আম্পায়ার। সঙ্গে সঙ্গে ডিআরএস নেন সামাদ। রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, বল সামাদের কোমর থেকে বেশি উচ্চতায় ছিল। কিন্তু তৃতীয় আম্পায়ার নো দেননি। খেপে ওঠেন দর্শকরাও। লখনউয়ের ডাগআউট লক্ষ্য করে উড়ে আসে জলের বোতল। সেই সময় গ্যালারি থেকে মেন্টর গৌতম গম্ভীরকে লক্ষ্য করে বিরাট বিরাট রবও ওঠে। মিনিট পাঁচেকের জন্য খেলা বন্ধ ছিল।

আরও পড়ুন- এখনও চুক্তি হয়নি মেসির সঙ্গে, জানাল সৌদি ক্লাব

Latest article