বিরাট-পিচে আজ লখনউ জয়ের ছক

প্রেস কনফারেন্সের জন্য লিফটে উঠছিলেন শাহবাজ আমেদ।

Must read

অলোক সরকার: প্রেস কনফারেন্সের জন্য লিফটে উঠছিলেন শাহবাজ আমেদ। পাশে লখনউ সুপার জায়ান্টসের মিডিয়া ম্যানেজার-সহ কয়েকজন। ওরা চেনেন না। শাহবাজ চিনিয়ে নিয়ে এলেন তিনতলার কনফারেন্স রুমে। স্বাভাবিক ঘটনা। ইডেন তাঁর ঘর। শুধু এই এক ম্যাচের জন্য তিনি অতিথি। আইপিএলে যেমন হয়। নাহলে বছরভর শাহবাজ বঙ্গ অলরাউন্ডার।
বিকেলের ম্যাচ বলে লখনউ তিনটে নাগাদ মাঠে এল। রোদ্দুরে ইডেনের কী চেহারা হয় দেখতে। কেকেআর এল পাঁচটার কিছু আগে। ক্লাব হাউসের গেটের বাইরে যে ভিড়টা এতক্ষণ অপেক্ষায় ছিল, তারা হইহই করে উঠল। চিৎকার রিঙ্কু, বরুণ, নারিনদের জন্য। রিঙ্কু এখনও রান পাননি। রাসেলও নয়। চন্দ্রকান্ত পণ্ডিতের মিডল অর্ডার নিয়ে চিন্তা থাকছে। সহকারী কোচ ওটিস গিবসন বলে গেলেন, আগের ম্যাচে জিতেছি। চিন্তার কারণ নেই। এদিন রাহানে, রাসেল প্র্যাকটিসে ছিলেন না।

আরও পড়ুন-চাপেও হাল ছাড়তে নেই : পন্থ

চিন্তা তবু আছে উইকেট নিয়ে। আগের ম্যাচের উইকেট এটা নয়। সানরাইজার্স ম্যাচে বল ঘুরেছে কম, কিন্তু ব্যাটে এসেছে। এটা কেমন হবে? শাহবাজ বলে গেলেন, দেখে মনে হচ্ছে স্ট্রোক প্লে হবে। বল একটু ঘুরবে। হয়তো একটু স্লো আসতে পারে। শাহবাজের আরও দাবি, তাঁরা যে উইকেটে লাল বলের ম্যাচ খেলেন, এটা সেরকম হবে না। লাল বলে উইকেট বেশি চ্যালেঞ্জিং হয়। কিন্তু গিবসনের মত, এটা দিনের ম্যাচ। এখানে উইকেট বেশি বদলাবে না।
লখনউয়ের জন্য এটা সেমি হোম ম্যাচ। ফ্র্যাঞ্চাইজি কর্ণধার কলকাতার মানুষ। যাঁর আরেকটি দল মোহনবাগান সুপার জায়ান্টস। কলকাতায় আইপিএল ম্যাচ হলে লখনউ মেরুন জার্সি পরে খেলে। মঙ্গলবারও সেরকম কিছু হতে পারে শোনা যাচ্ছে। এদিন ঋষভ পন্থ প্র্যাকটিস করেননি। দুপুরে একটি অনুষ্ঠানে ছিলেন। পরে আর ইডেনে নামেননি। বিকেলে খুব তাড়াতাড়ি প্র্যাকটিস সেরে চলে গেল লখনউ। ঋষভ-সহ কয়েকজন আবার যুবভারতীতে খেলা দেখলেন রাতে।
ঋষভের ফর্ম নিয়ে বিস্তর চর্চা হচ্ছে। চার ম্যাচে রান নেই। শাহবাজকে এটা নিয়ে প্রশ্ন করা হলে বললেন, দেখুন, ও মোটেই চাপে নেই। বরং চাপের ম্যাচে ঠিক রান করে আমাদের জেতাবে। আর ঋষভ রানে না থাকলেও তাঁর জন্য যে বিশেষ পরিকল্পনা আছে সেটা স্পষ্ট জানালেন কেকেআরের সহকারী কোচ। তিনি বলছিলেন, আমাদের সবার জন্যই প্ল্যান আছে। ঋষভের জন্যও আছে। আমরা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব।
ইডেনে ম্যাচ হলে বেশি চর্চা হচ্ছে উইকেট নিয়ে। এই ম্যাচের জন্য যে উইকেট বাছা হয়েছে, তাতে আরসিবি ম্যাচ হয়েছিল। কেকেআর সেই ম্যাচে বিরাটের কাছে দাঁড়িয়ে হেরেছিল। তার থেকেও বড় কথা হল, ওই ম্যাচে নারিন-বরুণ উইকেট থেকে কোনও সুবিধা পাননি। গিবসন সোজাসুজি বলে দিলেন, উইকেট আগের মতোই হবে। আর দিনের ম্যাচ বলে খুব বেশি বদলাবে না। তবে আমাদের পেস আর স্পিন দুটোই ভাল। বৈভব যেমন আগের ম্যাচে খুব ভাল বল করেছে।
নারিন-ডিকক রান পাচ্ছেন না। নাইটদের শুরুটা ভাল হচ্ছে না। এতে মিডল অর্ডারের উপর চাপ পড়ে যাচ্ছে। কেকেআরের সহকারী কোচ কিন্তু এটা কোনও ইস্যু বলে মানতে চাইলেন না। বলছিলেন, ওরা অনেক ম্যাচ খেলেছে। জানে কীভাবে খেলতে হবে। আমরা ওপেনিংয়ে বদলের কথা ভাবছি না। একইভাবে রাসেলের ব্যাটিং ফর্ম নিয়েও প্রশ্ন উঠছে। কিন্তু গিবসনের বক্তব্য, রাসেল বহু ম্যাচ খেলেছে। ওকে নিয়ে চিন্তা নেই।
ইডেনে বেশ মনকাড়া এক দৃশ্যও চোখে পড়ল, যখন গুরু নারিনের সঙ্গে দেখা হয় গেল শিষ্য দিগবেশ রাঠির। এই তরুণ লেগস্পিনার সবসময় নারিনের কথা বলেন। এবার আইপিএলে উইকেট পাওয়ার পর অদ্ভুত সেলিব্রেশন করতে দেখা যাচ্ছে দিগবেশকে। যা নিয়ে শাহবাজকে প্রশ্ন করা হলে তিনি বললেন এটা ওর প্রথম আইপিএল। তাই একটু করে ফেলছে। এবার ৪ ম্যাচে ৬টি উইকেট হয়ে গিয়েছে স্পিনারের। তবে বোলিংয়েরও আগে ছুটছে তাঁর সেলিব্রেশন। আসলে আইপিএল এমনই। যা কোথাও হয় না, তাই হয়তো দেখা যায় কোটিপতি লিগে।

Latest article