লুধিয়ানায় গ্যাস লিক, মৃত ৯, অসুস্থ বহু

কারখানা এবং সেই এলাকায় কয়েকজন আটকা পড়ে রয়েছে বলেই মনে করা হচ্ছে। ঘটনাটি ঘটে লুধিয়ানার শেরপুর চকের কাছে সুয়া রোডে

Must read

পঞ্জাবের লুধিয়ানার (Ludhiana) একটি কারখানায় রবিবার গ্যাস লিক (Gas leak) হয়ে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে শেষ পাওয়া খবর অনুযায়ী । কারখানা এবং সেই এলাকায় কয়েকজন আটকা পড়ে রয়েছে বলেই মনে করা হচ্ছে। ঘটনাটি ঘটে লুধিয়ানার শেরপুর চকের কাছে সুয়া রোডে। আজ রবিবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে গ্যাস লিকের বিষয়টি প্রথম নজরে আসে। এখনও পর্যন্ত ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। সূত্রের খবর যে কারখানায় গ্যাস লিক হয়েছে, সেটি দুগ্ধজাত পণ্য তৈরি করে। মনে করা হচ্ছে কারখানার ‘কুলিং সিস্টেম’ থেকে এই গ্যাস লিক হয়েছে। তবে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী গ্যাস লিকের উৎস খুঁজে বের করতে তদন্ত করবে।

আরও পড়ুন-১০ বছর পর জিয়া খান মামলা থেকে মুক্তি পেলেন সূরজ

লুধিয়ানার এসপি জানান, গ্যাস লিকের কারণে কারখানায় থাকা কর্মীদের অনেকে অজ্ঞান হয়ে পড়েন। জানাজানি হতেই দ্রুত সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়। কয়েকজন চিকিৎসককেও ঘটনাস্থলে পাঠানো হয়। লুধিয়ানার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট স্বাতি টিওয়ানা এই মর্মে জানান, ‘গ্যাস লিকের কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধার অভিযান পরিচালনা করবেন তাঁরা। এই ঘটনায় ৯ জন মারা গিয়েছেন এবং ১১ জন অসুস্থ।’

 

Latest article