কানাডায় ভারতীয় পড়ুয়াকে খুন রুমমেটের! চলছে তদন্ত

Must read

হাতাহাতি-বচসা-খুন। ভারতীয় পড়ুয়া খুন হলেন কানাডায়। ছুরির কোপ মেরে ভারতীয় পড়ুয়াকে (Gurasis Singh) খুন করেছেন রুমমেট। অভিযুক্ত রুমমেটকে আটক করেছে পুলিশ। কী থেকে এমন ঘটনা ঘটেছে তার ক্ষতিয়ে দেখা হচ্ছে।

মৃত ভারতীয় পড়ুয়ার নাম গুরাসিস সিং (২২)। কানাডার সারনিয়া ল্যাম্বটন কলেজের পড়ুয়া ছিলেন। তিনি ছিলেন পাঞ্জাবের বাসিন্দা। সারনিয়াতেই ক্রসলি হান্টার (৩৬) নামে ব্যক্তির সঙ্গে ঘর ভাড়া নিয়ে থাকতেন গুরাসিস। এরপর গত ১ ডিসেম্বর ভোরে তাঁর সঙ্গে হান্টারের শুরু হয় ঝগড়া। এরপরই হান্টার গুরাসিসকে ছুড়ি দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। মৃত্যু হয় ভারতীয় পড়ুয়ার।

আরও পড়ুন- কেন্দ্র দাবি মেনে নিক: শুরু আন্দোলনকারী কৃষকদের অভিযান

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ হান্টারকে আটক করে। আপাতত গোটা ঘটনার তদন্ত চলছে। কী কারণে ভারতীয় পড়ুয়াকে খুন হতে হল, তা খতিয়ে দেখা হচ্ছে। গুরাসিসের (Gurasis Singh) মর্মান্তিক পরিণতিতে শোকাহত ল্যাম্বটন কলেজের পড়ুয়ারা। শেষকৃত্যের জন্য তাঁর দেহ ভারতে ফেরানোর ব্যবস্থাও করা হয়েছে।

Latest article