প্রতিবেদন : সুস্মিতা দেবের মতো তাঁর রাজ্যসভায় মনোনীতও হওয়াও ছিল স্রেফ সময়ের অপেক্ষা। হলও তাই। রাজ্যসভায় মনোনীত হলেন লুইজিনহো ফালেরিও। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি লুইজিনহো ফালেরিওকে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় মনোনয়ন দেয় দল। ১৩ নভেম্বর বিকেলে ট্যুইট করে তৃণমূল কংগ্রেসের তরফে এই কথা জানানো হয়। দল জানিয়েছিল, আগামী বছর গোয়া বিধানসভা নির্বাচনেও লড়বেন ফালেরিও।
সামনেই গোয়ায় নির্বাচন। তার আগে সেখানকার অত্যন্ত জনপ্রিয় এবং দীর্ঘ কয়েক দশকের বর্ষীয়ান রাজনীতিবিদ লুইজিনহো ফালেরিওকে রাজ্যসভায় পাঠিয়ে গোয়া রাজনৈতিক দলগুলি এবং সর্বোপরি গোয়ার সাধারণ মানুষের প্রতি বার্তা দিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। গোয়ায় গিয়ে তৃণমূল কংগ্রেসে সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, গোয়া চালাবে গোয়ার সাধারণ মানুষ। সেই পথেই একধাপ এগোল তৃণমূল কংগ্রেস।